সঞ্চয়ন মিত্র, কলকাতা: শীতকালে (Winter) শীত উধাও! আবহাওয়া দফতর বলছে, কলকাতায় (Kolkata) দিনের বেলা উধাও হবে শীতের আমেজ, এমনটাই জানাচ্ছে আলিপুর (Alipore) আবহাওয়া দফতর। আগামী ৫-৭ দিন দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রা (Temperature) থাকবে স্বাভাবিকের ওপরে। ২-৩ ডিগ্রি করে বাড়বে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা। আগামী ২-৩ দিন এমনই থাকবে আবহাওয়া। তবে সকালের দিকে কুয়াশার আধিক্য থাকবেই। যদিও বেলা বাড়তেই রোদের তাপও বাড়বে অনেকটাই। অর্থাৎ মিঠে রোদ উপভোগ করার দিন যেন প্রায় ফুরিয়ে আসার দিকে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২০-র কাছাকাছি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০-এর কাছাকাছি চলে যেতে পারে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। অন্যদিকে, আজ উত্তরবঙ্গে (North Bengal) আগামী দুই থেকে তিন দিন একই রকম আবহাওয়া থাকবে। পরের দু তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করার সময় দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong) এর পার্বত্য এলাকায় এবং সিকিমে (Sikkim) হালকা বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন, প্রজাতন্ত্র দিবসে ফের ফিরছে বাংলার ট্যাবলো, দিল্লির রাজপথে এবার দুর্গাপ্রতিমা, মন্ত্রোচ্চারণ
কলকাতায় দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে। বৃহস্পতিবারের মধ্যে রীতিমতো উষ্ণতার ছোঁয়া থাকবে কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি চলে যাবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।
মাঘের শুরুতে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। তার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর মধ্যেই চলছে পারদের ওঠানামা চলছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলে দেওয়া হয়েছিল ২১ জানুয়ারি থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। বঙ্গে জাঁকিয়ে শীত আর পড়বে না বলেই মনে করছে আবহাওয়া দফতর।