তাপমাত্রা ওঠানামা করলেও শীতের আমেজ বজায় থাকবে এই সপ্তাহে , এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহ শেষে ভাল ঠান্ডা পড়বে এমন পূর্বাভাস থাকলেও তাপমাত্রা একটু বাড়ে। 

চলতি সপ্তাহে কলকাতায় জমিয়ে শীতের আমেজ থাকবে শহরে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস । রবিবার  শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক।

এর আগে গত বৃহস্পতিবার ১৬ দশমিক ৫ ডিগ্রিতে নেমেছিল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, অবাধ উত্তুরে হাওয়ায় আরও কয়েকদিন রাজ্যে বজায় থাকবে শীতের আমেজ। 

তবে গত কালও শহরের তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির আশেপাশে।  ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জমিয়ে ঠান্ডা পড়তে পারে শহরে। জেলায় জেলায় তাপমাত্রা বেশ নেমেছে। পশ্চিমের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি নিচে তাপমাত্রা থাকবে  বলে খবর ।

সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল (minimum temperature) ১৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। 

  • সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।
  • এটিও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
  • মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৭০ শতাংশ।
  • সোমবার সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি।

    বাংলাদেশে ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়ার পর থেকেই দুর্যোগ কেটে শিরশিরানি ফিরে এসেছিল দক্ষিণবঙ্গে। ফিরে এসেছিল শুষ্ক আবহাওয়ার মেজাজ।আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে নামতে শুরু করেছে পারদ।  আকাশ প্রধানত পরিষ্কার থাকার কথা। 

    Date Min Temp Max Temp Weather
    29-Nov 17.0 29.0
    Mainly Clear sky
    30-Nov 17.0 29.0
    Mainly Clear sky
    01-Dec 17.0 29.0
    Mainly Clear sky
    02-Dec 17.0 29.0
    Mainly Clear sky
    03-Dec 16.0 29.0
    Mainly Clear sky
    04-Dec 16.0 29.0
    Mainly Clear sky
    05-Dec 16.0 28.0
    Mainly Clear sky