রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: গাড়ি (car) থেকে উদ্ধার (recover) ৫০ লক্ষ টাকা! জলপাইগুড়ির (jalpaiguri) বানারহাটের (banarhat) ঘটনায় ৫ জনকে গ্রেফতার (arrest) করল পুলিশ। তেলিপাড়ায় নাকা তল্লাশিতে উদ্ধার ৫০ লক্ষ টাকা। কীসের উদ্দেশ্যে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এত টাকা? তদন্ত শুরু করে পুলিশ।
কী জানা গেল?
প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে খবর, অসম থেকে বিহারগামী একটি গাড়ি থেকে প্রায় ৫০ লক্ষ টাকার হদিশ মেলে। গাড়ির চাকার মধ্যে লক্ষ লক্ষ টাকার বাণ্ডিল লুকিয়ে পাচারের চেষ্টা চলছিল বলে ধারণা আধিকারিকদের! ওই গাড়ির চালক-সহ ৫ জনকে গ্রেফতার করেছে বানারহাট থানার আধিকারিকরা। কয়েকদিন ধরেই নাকা তল্লাশি চলছে তেলিপাড়া এলাকায়। আজ প্রথমে একটি সন্দেহজনক গাড়িকে আটক করে পুলিশ। গাড়ির ভিতরে পাঁচ জন ছিলেন বলে খবর। এর পরই চোখ কপালে ওঠার জোগার। গাড়ির টায়ারের ভিতরে প্লাস্টিকে মোড়া প্রায় পঞ্চাশ লক্ষ টাকার হদিশ পায় পুলিশ। আপাতত টাকাগুলি বানারহাট থানায় নিয়ে আসা হয়েছে। ব্যাঙ্ককর্মীদের ডাকা হয়েছে। তাঁর টাকা গোনার মেশিন এনেছেন। আপাতত উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৫০ লক্ষ বলে জানা গেলেও অঙ্কের পরিমাণ বাড়তে পারে। ধৃতদের প্রত্যেকের বাড়ি পূর্ণিয়ায়। গাড়িতে বিহারের নম্বর প্লেট লাগানো ছিল। আগামিকাল ধৃতদের কোর্টে পেশ করা হবে। পঞ্চায়েত ভোটের আগে এই টাকা কোথায়, কার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল জানতে ধৃতদের জেরা করছে পুলিশ। তবে সূত্রের খবর, এখনও পর্যন্ত বিপুল পরিমাণ অর্থের কোনও বৈধ নথি মেলেনি।
টাকা উদ্ধার রাজ্যের দক্ষিণ প্রান্তে...
গত কাল রাতে দক্ষিণ চব্বিশ পরগনায় বারুইপুর টং তলায় নাকা তল্লাশি চালানোর সময় একটি ভাড়া গাড়ির মধ্যে থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়। কোথা থেকে এল এই অর্থ? কোন উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল? কোথায়ই বা পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল? তদন্তকারীদের একাংশের বক্তব্য, প্রশ্নগুলির উত্তর স্পষ্ট ছিল না। এর পরই গ্রেফতার করা হয় ওই গাড়ির চালক অভিজিৎ নস্কর ও নবীন কুমার সিং নামে এক ব্যক্তিকে। নবীনের কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকেই চার লক্ষ অষ্টাশি হাজার টাকা উদ্ধার হয়।ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজ তাঁদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। এর আগে হাওড়ায় ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা ঘিরে হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে।
আরও পড়ুন:কোচবিহারে যাত্রী বোঝাই সরকারি বাসে আগুন, আতঙ্কে হুড়মুড়িয়ে নামল যাত্রীরা