অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : শীতের দাপট অব্য়াহত। বুধবারের চেয়ে সামান্য কমল কলকাতার তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। বুধবার শহরের তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির আশেপাশেই থাকবে। গতকালও কলকাতার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই। 

Continues below advertisement

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেও চলছে শীতের দাপট। গতকালের থেকে তাপমাত্রা কিছুটা কমেছে। চলতি সপ্তাহে এই একই রকমের আবহাওয়া এবং তাপমাত্রা থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় সামান্য কিছুটা কমেছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সেক্ষেত্রে বিশেষ হেরফের হয়নি। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করবে। অন্যদিকে, উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 

উত্তরের জেলাগুলির দিকে তাকালে দেখা যাবে আজ দার্জিলিংয়ের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। অন্যান্য পার্বত্য অঞ্চলে ৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে তাপমাত্রা। আর উত্তরের সমতলীয় এলাকায় তাপমাত্রা রয়েছে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী কয়েকদিন এই একই ধরনের তাপমাত্রা এবং আবহাওয়া উত্তরবঙ্গের পার্বত্য এবং অন্যান্য সমতলীয় জেলায় বজায় থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে উত্তর হোক বা দক্ষিণ, শীতের আমেজ ভালভাবেই অনুভূত হবে। 

Continues below advertisement

এই মুহূর্তের বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার থাকবে আকাশ। ঠান্ডা হাওয়া বইবে দিনে এবং রাতে। তাপমাত্রা ফারাক ভালভাবে বোঝা যাবে রাতে এবং ভোরের দিকে। কুয়াশার দাপট সেভাবে কিছু থাকবে বলে জানানো হয়নি আবহাওয়া দফতরের তরফে। আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা, শহরতলিতে শীতের আমেজ বজায় থাকবে ভালভাবেই, আভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে একলাফে সাংঘাতিক মাত্রা পারদ পতনের কোনও সম্ভাবনা এখন আর রয়েছে কিনা, সেই ব্যাপারে হাওয়া অফিসের তরফে কিছু জানানো হয়নি। কিন্তু চলতি সপ্তাহে এবং আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গবাসী শীতের আমেজ ভালভাবেই উপলব্ধি করতে পারবেন। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।