মুল্লানপুর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের শুরুটা দুরন্তভাবে করেছে ভারতীয় দল (India vs South Africa)। প্রথম ম্যাচে প্রোটিয়াদের ১০১ রানে দুরমুশ করে সিরিজ়ে এগিয়ে গিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। এবার দুই দলের লড়াই হতে চলেছে উত্তর ভারতে। বৃহস্পতিবারই দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে তারা।
ভারতীয় ক্রিকেট দল কাদের বিরুদ্ধে মুখোমুখি হবে?
আজ ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে মাঠে নামবে।
কোথায় খেলা হবে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ?
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি হবে নতুন পিসিএ স্টেডিয়াম, মুল্লানপুর, নিউ চণ্ডীগড়ে।
কখন শুরু হবে ২২ গজে ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াই?
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি শুরু হবে সন্ধে ৭টায়, তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে ৬.৩০টায় টস হবে।
কোথায় দেখবেন ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি?
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত-দক্ষিণ আফ্রিকার এই দ্বৈরথ।
নবনির্মিত এই স্টেডিয়ামে এর আগে আইপিএলের ম্য়াচ আয়োজিত হলেও, ভারতীয় দল প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে। এখানকার পিচ সাধারণত ব্যাটিং সহায়ক হয়। তবে ফাস্ট বোলাররাও এই মাঠে সাধারণত অল্পবিস্তর সাহায্য পেয়ে থাকেন। শীতের মরশুমে উত্তর ভারতের ঠান্ডায় এই ম্যাচ খেলা হবে। এমন সময়ে রাতের ম্যাচে শিশিরের প্রভাব খুবই স্বাভাবিক। তাই ম্যাচের আগে টস কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে পারে।
ভারতীয় দলের প্রত্যেকেই কম বেশি ছন্দে রয়েছেন। কিন্তু সূর্যকুমার যাদব ব্যাট হাতে আরও একটি ইনিংসে ব্যর্থ হলেন। তবে একাদশে বদলের সম্ভানা নেই বললেই চলে। অভিষেক শর্মা ও তিলক বর্মা রয়েছেন টপ অর্ডারে। সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা দুজনেই উইকেট কিপার ব্য়াটার হিসেবে একাদশে ঢোকার দাবিদার। কিন্তু জিতেশের পাল্লাই ভারী। কারণ গত কয়েকটি ইনিংসে সে দারুণ পারফর্ম করেছেন।
শুভমন গিল প্রথম টি-টোয়েন্টতে একাদশে ছিলেন। কিন্তু তিনিও রান পাননি। মাত্র ৪ রান করে প্যাভিলিয়ন ফেরেন ডানহাতি ব্যাটার। সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচে সঞ্জু স্যামসনকে অভিষেকের সঙ্গে জুটি বাঁধতে পারেন। তবে সেই সম্ভাবনা খুবই কম। বোলিং বিভাগেও মাত্র এক ম্যাচ পরে বদলের সম্ভাবনা নেই বললেই চলে। তাই কুলদীপ যাদবকে সম্ভবত এই ম্যাচেও ফের একবার ভারতীয় একাদশের বাইরে বসেই সময় কাটাতে হতে পারে।