অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : দেরি করে ঘুম ভাঙছে সূর্যর। বিলম্ব হচ্ছে কুয়াশা চাদর সরিয়ে আলস্য ভাঙতেও। অগ্রহায়ণ পড়তেই গুটি গুটি পায়ে শহরে শীত। পারদ পতন শুরু হয়েছে গত সপ্তাহ থেকেই। এবার সপ্তাহের প্রথম কাজের দিনেই তাপমাত্রা নেমে হল ১৮ ডিগ্রি।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রথম স্পেলেই শান্তিনিকেতন ও পুরুলিয়ায় ১৩ ডিগ্রির ঘরে পারদ নেমেছে। রাজ্যজুড়ে শীতের আমেজ জমজমাট। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সকালের দিকে আপাতত রোজই হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে আস্তে আস্তে পরিষ্কার হবে আকাশ। চলতি সপ্তাহে এইরকম তাপমাত্রাই থাকবে বলে মনে করছে আবহাওয়া দফতর। সপ্তাহভর শীতের আমেজ থাকবে । মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে বাকি জেলাগুলিতেও। এই সপ্তাহে এরকমই আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে উত্তরবঙ্গের তিন জেলায় দেখা যাবে ঘন কুয়াশার দাপট। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে। শৈলশহরে পর্যটকের আনাগোনা বাড়ছে। সেই সঙ্গে ভালরকম জানান দিচ্ছে শীত। গত সপ্তাহ থেকে ১০ ডিগ্রির নিচে পার্বত্য দার্জিলিংয়ের তাপমাত্রা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, শীতের প্রবল কামড়ের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। ডিসেম্বরের মাঝামাঝি শীতে কাবু হবে কলকাতা।
সোমবারের জেলাভিত্তিক তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াসে )
পুরুলিয়া -১২.৭শ্রীনিকেতন-১৩ঝাড়গ্রাম -১৪বর্ধমান -১৫সিউড়ি-১৫.২ক্যানিং-১৫.৪পানাগড়-১৫.৫কল্যানী-১৫.৮আসানসোল-১৫.৯উলুবেড়িয়া -১৬বাঁকুড়া-১৬.৯বারাকপুর -১৭.২দীঘা-১৭.৩দমদম -১৭.৭আলিপুর - ১৮.৮
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা, দেখে নিন কী বলছে আইএমডির ওয়েবসাইট
টেবিল : https://city.imd.gov.in/
| 7 Day's Forecast/Warnings | ||||||||
| Date | Min Temp | Max Temp | Forecast | Warnings | RH 0830 | RH 1730 | ||
| 18-Nov | 19.0 | 29.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 | ||
| 19-Nov | 19.0 | 29.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 | ||
| 20-Nov | 20.0 | 29.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 | ||
| 21-Nov | 20.0 | 29.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 | ||
| 22-Nov | 19.0 | 29.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 | ||
| 23-Nov | 19.0 | 29.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 | ||
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Saokat Molla: পরীক্ষা না দিয়েই সরকারি চাকরির পক্ষে সওয়াল, তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক