সঞ্চয়ন মিত্র, কলকাতা: আজও মুখ ভার আকাশের। বুধবার কখনও হালকা, কখনও ঝোড়ো বৃষ্টি ছিল। আর তার জেরেই বসন্তের অকাল বৃষ্টিতে এক ধাক্কায় নামল পারদ। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পুবালি হাওয়ার সংঘাতেই ভরা বসন্তেও শীতের আমেজ।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ১ ডিগ্রি, কলকাতায় গত ৫৪ বছরে মার্চের শীতলতম দিন ছিল গতকাল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আজও কুড়ির নীচেই থাকবে পারদ। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। এর আগে ২০০৩ সালের ১৩ই মার্চ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমেছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। ১৯৭৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সবচেয়ে কম দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা হল বুধবার।
পাশাপাশি এদিন সকাল থেকেই ছিল কুয়াশার দাপট। আবহবিদরা জানাচ্ছেন বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প ডেকে এনেছে কুয়াশা। আজ সকালে কলকাতা-সহ বিভিন্ন জেলায় কুয়াশার দাপট দেখা যায়।
তবে কয়েক দিনের ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছিল শহর ও জেলাকে। আচমকা ঝড় ও রেকর্ড পারদ পতনে খুশির হাওয়া দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন, টাকা ধার করে মিলেছে ছেলের দেহ, পাননি ক্ষতিপূরণও, গার্ডেনরিচে প্রাণহানিতে অথৈ জলে একাধিক পরিবার
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। মেঘলা আকাশের সম্ভাবনা। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে। কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিঙ, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।