কলকাতা: ভ্যাপসা গরমে ক্রমশই বাড়ছে অস্বস্তি। সকাল থেকেই কখনও মেঘলা আকাশ, কখনও আবার চড়া রোদ। গরমে নাজেহাল পরিস্থিতি শহর থেকে জেলায়। তবে এরই মাঝে কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে দক্ষিণবঙ্গে। নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। যার জেরে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
পূর্বাভাসে কী বলা হচ্ছে?
নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে বৃহস্পতিবার পশ্চিম মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। মৌসুমী অক্ষরেখা জয়সলমীর উদয়পুর ইন্দোর থেকে সুস্পষ্ট নিম্নচাপ এলাকা বিদর্ভের উপর দিয়ে বিশাখাপত্তনম হয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাজস্থানে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। দুটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে একটি আরব সাগরে ও একটি বিদর্ভের উপর। পশ্চিম মধ্য আরব সাগরে সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে এগোবে। অন্যদিকে, বিদর্ভে সুস্পষ্ট নিম্নচাপ আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হবে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়।
দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি?
আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। খুব হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে দু-এক জেলার কয়েক জায়গায়। বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্র-শনি-রবিবার সেই বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ ও কাল উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সামান্য রয়েছে। বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বেশ কয়েকটি জেলাতে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে।
কলকাতায় আজ কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ রোদ ঝলমলে পরিষ্কার আকাশই থাকবে। কখনো আংশিক মেঘলা আকাশ হতে পারে। স্বল্প সময়ের খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েক দিন। চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে