অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বানভাসি পরিস্থিতি বাংলার বহু এলাকা। একদিকে টানা বৃষ্টি, আরেকদিকে ডিভিসি জল ছাড়তেই বহু এলাকায় প্লাবন পরিস্থিতি। এরই মধ্যে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে বেশ কয়েকটি জেলায়। 


আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তরের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। অন্যদিকে, আগামীকাল ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বুধবার পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে। 






মৌসম ভবনের তরফে বলা হয়েছে, অসমে ঘূর্ণাবর্ত, তার সঙ্গে পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত। আরেক দিকে, মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে ওড়িশার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। ত্রিফলা প্রভাবেই বাংলায় এই বৃষ্টি।


এদিকে, নাগাড়ে ভারী বৃষ্টিতে জলের তলায় একাধিক এলাকা। এর মধ্যেই জল ছাড়তে শুরু করে DVC সেই জলেই দামোদরের নিম্ন অববাহিকায় বানভাসি পরিস্থিতি। জলে ভাসছে রাজ্যের তিন জেলার একাংশ। অন্যদিকে, টানা বৃষ্টিতে জলমগ্ন ঘাটাল। প্রায় ৫০ মিটার বাঁধ জলের তোড়ে বসে যাওয়ায় হু-হু করে জল ঢুকছে।জলের তলায় চাষের জমি।            


আরও পড়ুন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মমতা, এপারে 'শান্তি বজায় রাখার' আর্জি


DVC-র ছাড়া জলে ভাসছে হাওড়ার আমতা। জয়পুরে বিপদসীমার ওপর দিয়ে বইছে মুণ্ডেশ্বরী নদী। জলের তোড়ে ভেঙে গিয়েছে চারটি বাঁশের সেতু। গায়েন পাড়া, কুলিয়া, আজানগাছি, পানশিউলি এলাকা জলমগ্ন। জেলার মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপাঞ্চল ভাটোরার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ।  তবে এর মধ্যেই এদিন জল ছাড়ার পরিমাণ কমিয়েছে DVC ও দুর্গাপুর ব্যারাজ। 


এদিকে, নিম্নচাপ, মৌসুমী অক্ষরেখার দোসর অমাবস্যার কটাল। ত্রিফলায় আতঙ্কিত সুন্দরবনবাসী। বেহাল বাঁধ উপচে জল ঢোকার আশঙ্কা। বিশেষ করে গঙ্গাসাগরের তট, মৌসুনি দ্বীপের বালিয়াড়া, পাথরপ্রতিমার গোবর্ধনপুর বা ঘোড়ামারা দ্বীপের নদী তীরবর্তী এলাকায় বাঁধের বেহাল অবস্থা। গত পূর্ণিমার কটালেও এই এলাকাগুলিতে বাঁধ ভেঙে জল ঢুকেছে। জেলায় আজও বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। দুর্যোগ মোকাবিলায় মহকুমা ও ব্লক স্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পুলিশের তরফে গতকাল থেকেই মাইকে সতর্কতামূলক প্রচার করা হচ্ছে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে