মুম্বই: আইসিসির জুলাই মাসের সেরা প্লেয়ার কে হতে চলেছেন? তিনজনের নাম মনোনীত করা হয়েছে আইসিসির তরফে। তিনজনের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, স্কটল্যান্ডের চার্লি ক্যাসেল ও ভারতের ওয়াশিংটন সুন্দর। চোট আঘাত বারবার ব্যাঘাত ঘটিয়েছেন সুন্দরের কেরিয়ারে। জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন সুন্দর।


প্রথম ম্য়াচেই অলরাউন্ড পারফরম্য়ান্সে তাক লাগিয়ে দিয়েছিলেন। বল হাতে ১১ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নেন সুন্দর। এছাড়াও ব্যাট হাতেও ২৭ রানের ইনিংস খেলেন তিনি। বাকি চার ম্য়াচেও আরও ৬ উইকেট নিয়েছিলেন সুন্দর। তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচে ১৫ রানের বিনিময়ে ৩ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন সুন্দর। সিরিজে মোট ৮ উইকেট নেওয়ার জন্য সিরিজ সেরার পুরস্কারও জেতেন সুন্দর। শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারের ম্য়াচেও ১৮ বলে ২৫ রানের ইনিংস খেলেন তরুণ অলরাউন্ডার। সুপার ওভারে বল হাতেও পরপর ২ বলে দুটো উইকেট তুলে নেন ভারতের এই অলরাউন্ডার।


 






শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু ওয়ান ডে সিরিজের দুটো ম্য়াচ হয়ে গেলেও এখনও জয়ের মুখ দেখতে পারেনি টিম ইন্ডিয়া। প্রথম ম্য়াচ টাই হয়েছিল। আর দ্বিতীয় ম্য়াচে গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩২ রানে হেরে যায় ভারত। কেন ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম ম্যাচে সুপার ওভার করানো হল না, তা নিয়ে বিস্মিত সব পক্ষই। এই সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়ার কথা ছিল আইসিসি-র ম্যাচ রেফারি রঞ্জন মদুগলে, মাঠের দুই আম্পায়ার জোয়েল উইলসন ও রবীন্দ্র উইমালাসিরি, রিজার্ভ আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে ও টিভি আম্পায়ার পল রাইফেলের। 


৯৭ রানের ওপেনিং পার্টনারশিপ সত্ত্বেও ১১১ রানে দশ উইকেট হারিয়ে হতাশাজনকভাবে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরাজিত হল ভারতীয় দল। সাত ম্যাচ পরে ওয়ান ডেতে টিম ইন্ডিয়াকে হারাল শ্রীলঙ্কা। আগামীকাল সিরিজের তৃতীয় ম্য়াচ। রোহিত শর্মা ও গৌতম গম্ভীর ক্যাপ্টেন-কোচ অধিনায়ক জুটি জয়ের মুখ দেখতে পারেননি। আগামীকাল জয় আসে কি না তা দেখার।


আরও পড়ুন: আরও একটা সুযোগ লক্ষ্যর সামনে, ব্রোঞ্জ পদকের ম্য়াচে আজ কখন, কোথায় নামবেন ভারতীয় শাটলার?