কলকাতা: দু'দিন বৃষ্টি কমলেও ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ভাসতে চলেছে প্রবল বৃষ্টিতে ফের একবার বর্ষার সক্রিয় রূপ দেখতে চলেছে রাজ্য। উত্তর থেকে দক্ষিণ ভিজবে গোটা বঙ্গই। কবে থেকে ফের খেল দেখাবে বৃষ্টি?                                           

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ কিছুটা সরে গিয়েছে ঝাড়খন্ড ও সংলগ্ন এলাকায়। কিছু সময়ের মধ্যেই এটি খুব ধীরে ধীরে ঝাড়খন্ড এবং উত্তর ছত্তিসগঢ়ের দিকে এগিয়ে যাবে। রবিবার থেকে ফের রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বাড়বে। দক্ষিণবঙ্গে তো বাড়বেই, বিশেষত উত্তরবঙ্গের পাঁচ জেলায় টানা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে ফের ঝড়-বৃষ্টির ডবল ডোজ শুরু হবে গোটা রাজ্যে।                                             

সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। সোমবার পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এরপর মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি পূর্বাভাস।                        

আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি।

দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমলেও। এই মুহূর্তে বৃষ্টিপাত কমছে না উত্তরবঙ্গেউত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। এমনকি, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।

সক্রিয় মৌসুমি অক্ষরেখা বাংলার দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।