কলকাতা: বর্ষার বৃষ্টিতে মুখর দক্ষিণবঙ্গ (South Bengal)। দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে শহর থেকে জেলা। আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, কাঁথি উপকূলের কাছে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এরফলে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী দু-দিনে উত্তরবঙ্গে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। 


আগামী দু-তিন দিন ভারী বৃষ্টির পর দু-তিন দিন বৃষ্টির পরিমাণ কমে যাবে। আগামী সপ্তাহ থেকে আবার ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই সপ্তাহে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও প্রায় ৭৫ শতাংশের উপর বৃষ্টি ঘাটতি রয়েছে বঙ্গে। 


হাওয়া অফিসের তরফে উত্তরবঙ্গের কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলা গুলিতে হলুদ সতর্কবার্তা  দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে আজকে হলুদ সর্তকতা জারি করা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং মেদিনীপুরে। 


বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। শুক্রবার দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পঙেও ভারী বৃষ্টির সম্ভাবনা। এর ফলে তিস্তা, জলঢাকা-সহ একাধিক নদীতে জলস্তর বাড়তে পারে। 


আরও পড়ুন, 'বড় প্রগতিশীল নেত্রী মনে করেন', চোপড়ার ঘটনায় মমতার সমালোচনা মোদির?


পূর্বাভাসে এও বলা হয়েছে ৭ জুলাই উত্তরবঙ্গের সব জেলাতেই  ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণ বঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ৮ তারিখ এবং ৯ তারিখে। উত্তরবঙ্গের ওয়াইট স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমার  সম্ভাবনা রয়েছে ।                                                       


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে