কলকাতা: টানা বৃষ্টিতে (Rain) বর্তমানে বিপর্যস্ত পরিস্থিতি সিকিমে (Sikkim)। বন্যা পরিস্থিতি (Flood Like Situation) তৈরি হয়েছে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে (District)। এই বানভাসি পরিস্থিতির মধ্যেই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে বলেই জানিয়েছে তারা। তবে পুজোর মধ্যে আকাশের মুখ ভারী হবে না কি ঝলমলে থাকবে শরতের আকাশ এ বিষয়ে এখনই খোলসা করে জানান হয়নি কিছু। 


আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, 'বর্তমানে নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপরেই অবস্থান করছে। দক্ষিণবঙ্গে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। ৬ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। তবে শুক্রবারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে। ৬ তারিখ বিকেলের পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। ৭ থেকে ৮ তারিখ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। ৯ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কমবে অনেকটাই। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী ২৪ ঘণ্টায় কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৭ তারিখ থেকে কলকাতার দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমবে। 


উত্তরবঙ্গে ৬ তারিখ থেকে বৃষ্টিপাত কমবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কোচবিহার, আলিপুরদুয়ার এই দিকগুলিতে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। ৭ তারিখ থেকে উত্তরবঙ্গে অনেকটাই কমে যাবে বৃষ্টিপাত। 


দক্ষিণবঙ্গে এবার সেভাবে বর্ষার বৃষ্টি হয়নি। অনেকেই মনে করছে হয়তো ঘাটতি রয়েছে। এ প্রসঙ্গে সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, 'ঘাটতি সাধারণভাবে ধরা হয়ে থাকে ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর থেকে এর হিসেব আলাদা'। 


এবার কি শেষ লগ্নে বর্ষা? 


এ প্রসঙ্গে তিনি বলেন, 'পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নিচ্ছে ধীরে ধীরে। মধ্য ভারত থেকেও কিছুটা বিদায় নিয়েছে। আগামী দুই থেকে তিন দিনে মধ্য ভারতের আরও কিছু এলাকা থেকে বর্ষা বিদায় নেবে।' 


এদিকে ভারী বৃষ্টির জেরে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মেঘভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশের ছায়া সিকিমে। সময় যত গড়াচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে ধ্বংসের ছবি। বাড়ছে মৃত্যুর সংখ্যা! বাড়ছে আতঙ্ক! ২৪ ঘণ্টা পরেও নামছে ধস, বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক রাস্তা। যেদিকেই চোখ যায়, শুধু চারিদিকে ধ্বংসের ছবি। তবে বৃষ্টি কমলে সেই পরিস্থিতি কিছুটা অনুকূল হবে বলেই আশাবাদী উদ্ধারকারীরা। 


আরও পড়ুন, 'রাজ্যপাল যতক্ষণ না দেখা করবেন এখানেই রাত কাটাব আমি', জানিয়ে দিলেন অভিষেক