রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি:এই কি সেই তিস্তা (Teesta Flood)? এরই জল দু'কূল ছাপিয়ে,গ্রামকে গ্রাম ভাসিয়ে নিয়ে যাচ্ছে? স্থানীয় বাসিন্দাদের হাহাকার, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকার মধ্যেই এদিন ময়নাগুড়িতে তিস্তা নদীর চর থেকে ৮টি মৃতদেহের (Body Recovery From Teesta Bank) হদিস মেলে। সিকিম বিপর্যয়ের (Sikkim Disaster) পর এই দেহগুলি নদীতে ভেসে আসে বলে খবর। শোনা যায়, আরও বেশ কয়েকটি দেহ তিস্তার চরে আটকে রয়েছে। 


কী ছবি? 
সিকিমে বিপর্যয়, নয়ছয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ। এখনও অশান্ত তিস্তা, তোর্সা, করলা। তার মধ্যে এদিন ময়নাগুড়ি থেকে ৮টি দেহ উদ্ধারের খবর। প্রথমে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছেই দেহগুলি ভেসে আসার খবর এসেছিল। পরে সেনাবাহিনী, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা, সকলে মিলে দেহ উদ্ধারের কাছে হাত লাগান। একে একে ৮টি দেহই উদ্ধার হয়। নির্দিষ্ট করে বললে, ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর, হেলাপাকড়ি এলাকা থেকে উদ্ধার হয়েছে সেগুলি। বিন্নাগুড়ি সেনা ছাউনি থেকে সেনাবাহিনীর একটি দল এসে সেগুলি শনাক্ত করার চেষ্টা করে। তার পর সেগুলি জলপাইগুড়ি স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে আরও বেশ কয়েকটি দেহ তিস্তার চরে আটকে রয়েছে বলে খবর। কারা তাঁরা? এখনও স্পষ্ট নয়। তবে পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত সরকারি ভাবে ১৪ জনের মৃত্যু হয়েছে। ২৩ জওয়ান সহ নিখোঁজ শতাধিক। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। সেনাবাহিনীর তরফে চালু করা হয়েছে হেল্প লাইন। 


আর যা...
বুধের পর বৃহস্পতিবারও ভাঙাচোরা ছবি উত্তরবঙ্গে। কালিম্পঙের তিস্তা বাজার ও মেল্লি এলাকায় ধস নামায় পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে গেছে সাধের বাড়ি, জলের তোড়ে ভাসছে রাস্তা। ভয়ঙ্কর বিপর্যয়ে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন অনেকে। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন GTA চেয়ারম্যান অনীত থাপা। জলের তলায় ডুবে রয়েছে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের বাসুসুবা গ্রাম-সহ একাধিক এলাকা।কোথাও বাড়ির ভিতরে হাঁটু জল, কোথাও রাস্তাই ভেসে গিয়ে জলে। কষ্টে বোনা খেতের ফসলও গ্রাস করেছে ভয়ঙ্কর তিস্তা।বৃহস্পতিবার জলমগ্ন এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন সেচমন্ত্রী পার্থ ভৌমিকও। আবার উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। সেখানে অবশ্য ১০০ দিনের কাজের টাকা না পাওয়ার অভিযোগও শুনতে হয় তাঁকে। 


আরও পড়ুন:পুর নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডি