কলকাতা: এপ্রিলের শুরুতেই হু হু করে ঊর্ধ্বমুখী পারদ। মার্চের শেষ থেকেই বেড়েছিল গরমের দাপট। আর এখন দিন যত এগোচ্ছে, ততই যেন বাড়ছে উষ্ণতা। আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, বেশ কিছু জেলায় এদিন প্রায় ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা।
চৈত্রের শেষবেলায় চাঁদিফাটা গরমে নাজেহাল রাজ্যবাসী। কলকাতায় তাপপ্রবাহের পূর্বাভাস। হাওয়া অফিসের তরফে বলা হয়েছিল, আজ থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কতা ছিল।
শুক্র ও শনিবার কলকাতা-সহ রাজ্যের ৯টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় লু বইবে। কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বাড়বে গরম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে সর্বোচ্চ তাপমাত্রা।
কোন জেলায় কত তাপমাত্রা দেখে নিন এক ঝলকে?
তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ব্যারাকপুর, বাঁকুড়া, পানাগড়, বর্ধমান, মগরা, আসানসোল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মালদায় তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৩৮-৩৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে এও জানান হয়েছে, চলতি সপ্তাহে ৪০ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। জলীয় বাষ্প বেশি থাকায় গরমের পাশাপাশি থাকবে অস্বস্তি। অন্যদিকে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় ও বৃষ্টি চলবে।
আরও পড়ুন, ভোট উত্তাপের মধ্যেই তাপপ্রবাহ, গরমে সব প্রার্থীদের জন্য লকেটের বিশেষ ডায়েট টিপস
এর আগেই আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেছিলেন, দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৩ দিন বাড়বে। এপ্রিলের শুরুতে বাঁকুড়া পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। তাপমাত্রা ৩৫-৩৬ থাকলেও প্রভাব অনেক বেশি হবে।