কলকাতা: এখনও শেষ হয়নি দুর্যোগ বঙ্গের আকাশে এখনও কালো মেঘের আনাগোনা যখন তখন রোদ আর্দ্রতার বাড়বাড়ন্ত, আবার মুষলধারে বৃষ্টি এরই মধ্যেই আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে প্রায় সব জেলাতেই। তবে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ থাকবে আবহাওয়া।

পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের কিছু অংশে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ঘণ্টায় ৩০ কিমি থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গল ও বুধবারেও বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আজ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।

বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নদিয়া পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে।  

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি,কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার থেকে শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি।

এদিকে, উত্তরবঙ্গ এবং সিকিম সংলগ্ন এলাকায় সরেছে ঘূর্ণাবর্ত। আপার এয়ার সার্কুলেশনটি এখন‌ সিকিম ও সংলগ্ন উত্তরবঙ্গের উপর অবস্থান করছে। ঘূর্ণাবর্তটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে বলে সর্বশেষ রিপোর্টে জানাচ্ছে আইএমডি। প্রবল বৃষ্টির চরম সর্তকতা রয়েছে অরুণাচল প্রদেশ, অসম, ও মেঘালয় রাজ্যে। সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গ এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি।

অন্যদিকে, লাগাতার বৃষ্টি-দুর্যোগ জারি দেশজুড়ে। এরইমধ্যে আবহাওয়ার আপডেট দিয়ে মৌসম ভবন আইএমডি জানিয়ে দিল দেশের রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাত আজও অব্যাহত রয়েছে।