কলকাতা: শনিবার থেকে প্রথা মেনে বিসর্জন পর্ব শুরু হয়েছে। শুরু হয়েছে উমার ঘরে ফেরা। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে রবিবার সকালে একাধিক জায়গায় বিসর্জন প্রক্রিয়া শুরু হয়েছে। বিকেলে হবে নিরঞ্জন। রবিবার সকালে রোদের দেখা মিললেও, বিকেল গড়াতেই বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, দশমীর দিন তাপমাত্রা স্বাভাবিকের উপর থাকবে। বাতাসে জলীয়বাষ্প থাকায় কিছুটা অস্বস্তিও থাকবে। 


দুদিনের মধ্যে রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। সামনের সপ্তাহ থেকে শুষ্ক আবহাওয়ার শুরু হতে পারে। যদিও আগামী ২৪ ঘণ্টার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত কতটা শক্তিশালী হয় সেদিকেই নজর থাকবে আবহাওয়াবিদদের। নিম্নচাপ রূপে এর অভিমুখ চেন্নাই উপকূলের দিকে হতে পারে বলে অনুমান।                                                                         


কলকাতা, হাওড়া, হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরএবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গজুড়ে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে সপ্তাহের শুরুতে ফের বৃষ্টি হতে পারে। 


আরও পড়ুন, ৮ দিনে অনশন, অসুস্থ জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায়, ভর্তি CCU-তে


রবিবার কলকাতার আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। কয়েকটি এলাকায় সামান্য বৃষ্টি হবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকবে।


আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছেন উত্তরবঙ্গেও। তবে সব জেলায় নয়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না।                        


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে