অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার শিলাবৃষ্টিও হতে পারে একাধিক জেলায়। বৃষ্টির সঙ্গে হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

আগামীকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৪ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় দিনভর অস্বস্তি বজায় থাকবে। 

সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে ও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহে রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শিলাবৃষ্টির সম্ভাবনা। থাকবে বজ্রপাতের আশঙ্কা।

মৌসম ভবনের তরফে জানান হয়েছে, দেশে রয়েছে ঘূর্ণাবর্তের পঞ্চবাণ। দেশজুড়ে পাঁচটি ঘূর্ণাবর্ত সক্রিয়। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং আসাম সংলগ্ন এলাকায়। মধ্যপ্রদেশ এবং তামিলনাডু এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত।আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকার উপরও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। ৮ ই এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

কলকাতায় আজ ও কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। সকালে পরিষ্কার আকাশ পরে আংশিক মেঘলা আকাশ হতে পারে কিছু সময়ের জন্য। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি হতে পারে তাপমাত্রা বাড়লে। আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। সোমবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অনুমান আবহাওয়াবিদদের। ঝড় বৃষ্টি হতে পারে কলকাতাতেও।                

দক্ষিণবঙ্গে সোমবার থেকে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। গরমের সঙ্গে যুক্ত হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণ বঙ্গের সব জেলাতেই। দক্ষিণবঙ্গে আজ শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কম।  

অন্যদিকে, রবিবার চার জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং ছাড়া বাকি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।