সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: কাল সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনার দিনে কী মুখভার থাকবে আকাশের? বৃষ্টিতে ভিজবে উত্তর থেকে দক্ষিণ? শুক্রবার সকাল অবধি এমনই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বলা হয়েছিল, আগামী কয়েক ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও মুর্শিদাবাদ ছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল।
যদিও সেই পূর্বাভাসে এবার এল বদল। এদিন বিকেলের আবহাওয়া আপডেটে জানিয়ে দেওয়া হয়েছে, আগামীকাল সরস্বতী পুজোয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার বিকেলের পর কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিপাত হলেও বসন্ত পঞ্চমীর সকালে মেঘ কেটে রবির তেজেই উৎসব পালন করতে পারবে বঙ্গবাসী। এছাড়াও আগামী ৩দিন সামান্য কমবে রাতের তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রের খবর, ২-৪ ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
এদিকে, সরস্বতী পুজোর আগে উধাও শীত। ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কাল সরস্বতী পুজোর দিন আকাশ পরিস্কার থাকবে। সকাল থেকেই আবহাওয়ার উন্নতি হবে। তবে বেলা বাড়লে হালকা শীতের আমেজও উপভোগ করতে পারবে দক্ষিণবঙ্গ ও কলকাতাবাসী। তবে উত্তরবঙ্গের আটজেলায় কালকেও বৃষ্টি হবে। সেখানে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।
পশ্চিমী ঝঞ্ঝার জেরে এ রাজ্যে বৃষ্টির পাশাপাশি উত্তরভারতে শুরু হয়েছে তুষারপাত। বরফে ঢেকে গেছে সিমলার রাস্তাঘাট।বরফ পড়ছে মুসৌরি এবং উত্তরকাশীতেও। এই মরশুমে এর আগেও বেশ কয়েকবার তুষারপাত হয়েছে উত্তর ভারতে।