মুম্বই: সাীমিত ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক এখন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে খেলবেন বিরাট কোহলি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিরাট-রোহিত জুটি মাঠে নামবেন। প্রথমবার রোহিতের অধিনায়কত্বে খেলতে নামবেন কোহলি (virat kohli)। কিন্তু প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান (irfan pathan) মনে করেন যে দলে যতদিন বিরাট থাকবেন, তিনি একজন লিডার হিসেবেই থাকবেন। এমনকী রোহিতকে সাহায্য করা উচিত বিরাটের, এমনই মনে করেন পাঠান। 


এক সাক্ষাৎকারে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য পাঠান বলেন, ''বিরাট এখনও দলের অধিনায়ক নয়। কিন্তু যতক্ষণ ও দলে থাকবে, ও একজন লিডার হিসেবেই খেলবে ভারতীয় দলে। আমার মনে হয় রোহিত শর্মাকে সাহায্য় করা উচিত বিরাটের মাঠে।''


টেস্টে দ্বিতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিকের নজির গড়া পাঠান আরও বলেন, ''এতগুলো বছর ধরে ভারতীয় দলকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে গিয়েছে বিরাট। এছাড়াও দলের প্রত্যেক প্লেয়ারের ফিটনেস লেভের অসম্ভব উন্নতির মূলেও বিরাটের অবদান ছিল। কারণ দলটাকে ওইভাবেই তৈরি করেছে ও। আমার মনে হয় এখনও মাঠে ওর পরামর্শ কাজে দেবে ভীষণভাবে। রোহিতকে সাহায্য করা উচিত বিরাটের। তরুণ ক্রিকেটারকে পাশে থাকা উচিত। প্রত্যেক অধিনায়কের নেতৃত্বের ধরণ বিভিন্নরকম হয়। বিরাট ভীষণ আগ্রাসী ছিল, সেখানে রোহিত অনেকটাই শান্ত প্রকৃতির।''


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগেই ধাক্কা লেগেছে ভারতীয় শিবিরে। প্রথম দলের ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে সংখ্যাটা আর বাড়েনি। এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করে দিল ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল আগামী ৬ ফেব্রুয়ারি কায়রন পোলার্ডের দলের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলতে নামবে। সূত্রের খবর, জৈব সুরক্ষা বলয়ে থাকা আর কোনও ক্রিকেটারের আরটিপিসিআর রিপোর্ট পজিটিভ আসেনি। প্রত্যেকেই নেগেটিভ রিপোর্ট এসেছে। সবাই অনুশীলনেও নেমে গিয়েছেন।