Redmi Buds 5A: রেডমির নতুন ইয়ারবাডস হাজির ভারতে, মাত্র ১০ মিনিটের চার্জে চলবে ৯০ মিনিট, দাম কত?

Redmi TWS Earbuds: ২৫ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট পাওয়া যাবে রেডমি বাডস ৫এ - এই ইয়ারবাডসে। 

Continues below advertisement

Redmi Buds 5A: শাওমি (Xiaomi) সংস্থার সাব-ব্র্যান্ড রেডমি (Redmi) ভারতে লঞ্চ করেছে নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earbuds) ইয়ারবাডস। রেডমি বাডস ৫এ (Redmi Buds 5A) লঞ্চ হয়েছে সম্প্রতি। এই ইয়ারবাডসে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC Support) ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ট্রান্সপারেন্সি মোড। ভারতে রেডমি বাডস ৫এ কেনা যাবে ১৪৯৯ টাকায়। এই ইয়ারবাডস কেনা যাবে Bass Black এবং Timeless White - এই দুই রঙে। আপাতত এই ইয়ারবাডসের দাম ১৪৯৯ টাকা, স্পেশ্যাল লঞ্চ প্রাইস। পরবর্তীতে রেডমি বাডস ৫এ এই ইয়ারবাডসের দাম পরিবর্তন হতে পারে। আগামী ২৯ এপ্রিল থেকে এই ইয়ারবাডস কেনা যাবে ভারতে। শাওমির অফিশিয়াল অনলাইন স্টোর, শাওমি রিটেল স্টোর এবং রিলায়েন্স অধিকৃত স্টোরগুলি থেকে রেডমি বাডস ৫এ কেনা যাবে। 

Continues below advertisement

এবার দেখে নেওয়া যাক রেডমি বাডস ৫এ - এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে 

  • ১২ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার রয়েছে এই ইয়ারবাডসে। 
  • ২৫ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট পাওয়া যাবে এই ইয়ারবাডসে। 
  • এছাড়াও রয়েছে ট্রান্সপারেন্সি মোডের সাপোর্ট, মিডিয়ার জন্য।
  • আর রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট ফোনকলের জন্য।
  • এই ওয়্যারলেস ইয়ারবাডসে রয়েছে টাচ কন্ট্রোল। Xiaomi Earbuds অ্যাপের মাধ্যমে এই টাচ কন্ট্রোল ফিচারের সুবিধা পাওয়া যাবে। 
  • গুগল ফাস্ট পেয়ার সাপোর্টও রয়েছে রেডমি বাডস ৫এ ইয়ারবাডসে। 
  • অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন মোড চালু না থাকলে ৩০ ঘণ্টা পর্যন্ত চলতে পারবে এই ইয়ারবাডস। 
  • মাত্র ১০ মিনিটের চার্জে এই ইয়ারবাডস ৯০ মিনিট চলার মতো চার্জ হয়ে যাবে বলে দাবি করেছে সংস্থা।
  • এটি একটি স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জলের ঝাপটায় সহজে নষ্ট হবে না এই ইয়ারবাডস। 

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে নাথিং সংস্থার দু'টি নতুন ইয়ারবাডস 

নাথিং ইয়ার এবং নাথিং ইয়ার এ- এই দুই ইয়ারবাডস কালো এবং সাদা রঙে লঞ্চ হয়েছে। তবে নাথিং ইয়ার এ মডেলের ক্ষেত্রে হলুদ রঙের একটি মডেলও দেখা গিয়েছে। নাথিং ইয়ার- এই ইয়ারবাডসের দাম ১১,৯৯৯ টাকা। অন্যদিকে নাথিং ইয়ার এ- এই ইয়ারবাডসের দাম ৭৯৯৯ টাকা। দুটো ইয়ারবাডসই কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়েবসাইট থেকে। নাথিং সংস্থার নতুন দুই ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটির সাপোর্ট। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে লাভা সংস্থার নতুন স্মার্টওয়াচ, রিয়েল টাইম হার্ট রেট মনিটর করতে পারবে এই ডিভাইস 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Continues below advertisement
Sponsored Links by Taboola