কলকাতা: ডিসেম্বরেও নেই জাঁকিয়ে ঠান্ডা! ১০ তারিখ পেরলেও এখনও রোদ উঠলেই ভাল গরম অনুভূত হচ্ছে। আর কবে পড়বে শীত? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে। সম্প্রতি নিম্নচাপের জেরে রাজ্যে শীতের প্রবেশে বাধা পেয়েছে। তবে এবার সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। 


তবে কি সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে পড়বে শীত? হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, ৩ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামতে পারে ৩-৪ ডিগ্রি। সপ্তাহের শেষে কলকাতায় পারদ নামতে পারে ১৫ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে। ঘূর্ণাবর্ত সরে গেলে কাল থেকে ধীরে ধীরে শীত পড়ার সম্ভাবনা। দার্জিলিং-সহ বাংলার ৮ জেলায় ঘন কুয়াশার সতর্কতার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 


আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, ১১ ডিসেম্বর, বুধবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে। উত্তরবঙ্গেও আপাতত সর্বনিম্ন তাপমাত্রার পতন হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা খানিকটা বাড়লেও, বুধবার থেকে ভরপুর শীতের আমেজ পাওয়া যাবে। 


হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।                                                                                                                


আরও পড়ুন, 'ট্রেলার দেখালাম, বাংলাদেশ না শুধরালে এবার পুরো সিনেমা দেখাব', হুঙ্কার শুভেন্দুর


উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।                                                     


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে