ICICI Bank Alert: আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় খবর। ইমেলের মাধ্যমে গ্রাহকদের আগেই জানানো হয়েছে এই খবর। এই ব্যাঙ্কের সমস্ত গ্রাহককে জানানো হয়েছে যে আগামী ১৪ এবং ১৫ ডিসেম্বর মেনটেন্যান্সের জন্য ব্যাঙ্কের ডিজিটাল ফান্ড ট্রান্সফারের (ICICI Bank Alert) কিছু পরিষেবা উপলব্ধ থাকবে না। এই দুদিন কোনো গ্রাহক ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Trasnfer) থেকে আরটিজিএসের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন না। এই সময়ের মধ্যে আরটিজিএস কাজ করবে না। তবে অন্য ফান্ড ট্রান্সফারের মাধ্যমগুলি সচল থাকবে।


আইসিআইসিআই ব্যাঙ্কের পক্ষ থেকে গ্রাহকদের জানানো (ICICI Bank Alert) হয়েছে যে, আগামী ১৪ ডিসেম্বর রাত ১১টা ৫৫ মিনিট থেকে ১৫ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ফান্ড ট্রান্সফারের জন্য আরটিজিএস পরিষেবা পাওয়া যাবে না। তবে এনইএফটি কিংবা আইএমপিএস পরিষেবা চালু থাকবে, এর মাধ্যমে টাকা পাঠানো যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। এমনকী ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই পরিষেবাতেও কোনো বিঘ্ন হবে না বলে জানানো হয়েছে।


RTGS আসলে কী ?


টাকা ট্রান্সফারের আদপে এটি একটি পদ্ধতি বা মাধ্যম। এর মাধ্যমে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইমোবাইল পে অ্যাপের মাধ্যমে আরটিজিএস করলে কোনো চার্জ দিতে হয় না।


তবে ব্যাঙ্কের (ICICI Bank Alert) শাখায় গিয়ে ২ লাখ থেকে ৫ লাখ টাকা আরটিজিএসে পাঠাতে চাইলে জিএসটি ছাড়াও অতিরিক্ত ২০ টাকা চার্জ কাটা হয় ব্যাঙ্কের পক্ষ থেকে। আর অন্যদিকে ৫ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত এভাবে পাঠাতে চাইলে জিএসটির সঙ্গে অতিরিক্ত ৪৫ টাকা চার্জ কাটা হয়ে থাকে। ফান্ড ট্রান্সফারের মেসেজ পাওয়ার ৩০ মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে জমা হয়ে যায় এই টাকা।


আর যে কোনো তিনটি কর্মদিবসে আপনি চাইলে কোনো ফান্ড ট্রান্সফার এভাবে আরটিজিএসের মাধ্যমে শিডিউল করে রাখা যায়। এর জন্য কোন অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইছেন তার সঠিক তথ্য দিতে হবে। নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে খুব সহজেই এই আরটিজিএসের মাধ্যমে টাকা পাঠানো যায়।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Credit Card Fraud: আপনার ক্রেডিট কার্ডে অন্য কেউ লোন নিতে পারে ? এই ৫ তথ্য সুরক্ষিত না রাখলে বিপদ