কলকাতা: পুজোকে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে বৃষ্টি। চতুর্থী রাতেও ঝমঝমিয়ে নেমেছিল বৃষ্টি। যদিও বর্ষণ উপেক্ষা করেই পুজো মণ্ডপে প্রতিমা দর্শনে গিয়েছে দর্শনার্থীরা। আজ রাতেও কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।                         

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজ্যজুড়ে হলুদ সতর্কতা জারি হয়েছে। বেশ কিছু জেলায় আবার কমলা সতর্কতাও রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে যাবে। তার জেরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।                                       

যদিও নিম্নচাপের জেরে উপকূল এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উপকূল এলাকায় আগাম সতর্কতা জারি। ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ১ অক্টোবর ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা। 

এই নিম্নচাপ শুক্রবার এটি দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৭ সেপ্টেম্বর শনিবার সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী রবিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে সেপ্টেম্বর মাসের বাকি কটা দিন বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা থাকবে। শনিবার ২৭ সেপ্টেম্বর ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে।                                    

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলার প্রভাবে পঞ্চমী থেকে দশমী প্রতিদিনই বৃষ্টি হবে। আবহাওয়া দফতর জানাচ্ছে আজ বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপ বিকেলের দিকে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং শনিবার রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বলে আগাম সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর।