কলকাতা: আপাতত গোটা বাংলায় শুষ্ক আবহাওয়া থাকবে। শীতের আমেজ আর ফিরবে না। গরম বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। মোটের উপর আকাশ পরিষ্কার থাকবে। আপাতত, আগামী দু-একদিন তেমন একটা মেঘ দেখা যাবে না আকাশে। তবে সপ্তাহ শেষের আগেই বৃষ্টি দেখা যেতে পারে এই রাজ্যে।
আবহাওয়া অফিস থেকে জানানো হচ্ছে, বৃহস্পতিবার মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া। রোদের তাপ থাকবে। দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে গরম অনুভূত হবে।
দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া? (South Bengal Weather)
আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে ২৯ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। বৃষ্টির দেখা মিলবে না। রোদের দেখা মিলবে এই কয়েকদিন। তবে এই অবস্থা পাল্টে যাবে ৩ তারিখ থেকে। ৩-৪ মার্চ কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দুই-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে।
আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা (WB Weather Update) সামান্য একটু বাড়বে। বেশিরভাগ জায়গায় ৩০ ডিগ্রি পেরিয়ে যাবে তাপমাত্রা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা থাকবে ৩০ -৩১ ডিগ্রি। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০-২১ ডিগ্রি থাকবে।
পশ্চিমের জেলাগুলিতে ৩০ ডিগ্রি পেরিয়ে যাবে পারদ। তাপমাত্রা থাকবে ৩১-৩২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জন্য় শুষ্ক আবহাওয়া থাকবে আপাতত। তবে ২-৩ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ে (North Bengal Weather) দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কেন বৃষ্টি হবে?
দিনের তাপমাত্রা (Rain Forecast in WB) বাড়তে শুরু করেছে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, এই কারণেই ৩ মার্চ থেকে ৪ মার্চ নাগাদ বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি মূলত ছোট এলাকায় সীমাবদ্ধ থাকে খুব বেশি জায়গায় হয় না। বেশিক্ষণ বৃষ্টিপাতও হয় না।
কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এর মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত এবং অসমের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। শনিবার পর্যন্ত পারদ আরও কিছুটা ঊর্ধ্বমুখী হবে। রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: আদালতে ধাক্কা রাজ্য়ের, স্বেচ্ছাসেবী সংস্থাকে সন্দেশখালি যাওয়ার অনুমতি হাইকোর্টের