বহরমপুর: দেরি করে আগমন ঘটলেও, চলতি বছরে ভালই দাপট ছিল শীতের। তবে সরস্বতী পুজো কাটতেই একটু একটু করে চড়ছে পারদ। এর মধ্যেই বৃষ্টি নেমে এসেছে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকবে। (Murshidabad Weather updates) তবে গরম অনুভূত হবে।
ফেব্রুয়ারির শুরুতেও রাজ্যে ঠান্ডা ছিল ভালই। কিন্তু সরস্বতী পুজোর আগে থেকেই সেই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। তার পর গত কয়েক দিনে ধরে লাগাতার পারদ চড়ছে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের (Weather update) সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে।
বৃহস্পতিবার আকাশ মূলত পরিষ্কার মেঘলা থাকতে পারে মুর্শিদাবাদ জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে একটু একটু করে তাপমাত্রার পারদ চড়বে। তবে এখনই ঘেমেনেয়ে একাকার হওয়ার মতো পরিস্থিতি নয় একেবারেই। পুরোদস্তুর গরমে এখনও দেরি।
বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সকালের দিকে অনুভূত হবে শীত। তবে বেলা বাড়লে গরম অনুভূত হলেও, রাতের দিকে ঠান্ডা অনুভূত হবে আবার। (District Weather Updates)
বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা আরও কম থাকবে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৪৮ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৭৬ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে।
একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ৩০ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১৬ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-৭৬ শতাংশ
সামগ্রিক আবহাওয়া-আজ বৃষ্টির সম্ভাবনা নেই
সূর্যোদয়- সকাল ৫টা বেজে ৫৯ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫টা বেজে ৩৯ মিনিট
আরও পড়ুন: Sandeshkhali Chaos: অভিযোগ জানাতে গিয়ে বাধার মুখে, শেখ শাহজাহানের গ্রেফতারির দাবি, ফুঁসছে সন্দেশখালি
রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।
এমনিতে সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টির দেখা মেলে না সেভাবে, যদি না প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় সাগরে। কিন্তু গত সেপ্টেম্বর অক্টোবরের শুরুতেও বৃষ্টি অব্যাহত ছিল। বর্ষার মেয়াদ দীর্ঘায়িত হওয়াতেই এমনটা ঘটে বলে মত আবহবিদদের। ডিসেম্বরের শুরুতেই শীতের আগমন ঘটে যায়। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ও ঠান্ডার আমেজ রয়েছে ভালই। এবার সেই রেশ কাটছে একটু একটু করে।