বেঙ্গালুরু: উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL 2024) প্রথম জয় ছিনিয়ে নিল ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz)। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল তারা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ১৬১ রান তুলে নিয়েছিল হরমনপ্রীতের (Harmanpreet Kaur) দল। জবাবে রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইউপি ওয়ারিয়র্স। এর আগে টানা দু ম্য়াচে হারতে হয়েছিল ইউপিকে। অন্য়দিকে প্রথম হারের মুখ দেখল মুম্বই।
এদিন, প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইউপি ওয়ারিয়র্সের ক্যাপ্টেন এলিসা হিলি। এদিন মুম্বইয়ের হয়ে মাঠে নামেননি হরমনপ্রীত কৌর। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে হিলি ম্য়াথিউজ ও ইয়াস্তিকা ভাটিয়া দুর্দান্ত শুরু করেছিলেন। বোর্ডে ৫০ রান তুলতেই প্রথম উইকেট হারায় মুম্বই। ব্যক্তিগত ২৬ রানের মাথায় ইয়াস্তিকা আউট হয়ে ফেরেন। ন্য়াট স্ক্রিভার ব্রান্ট ১৯ রান করেন। এমিলিয়া কের ২৩ রানের ইনিংস খেলেন। পূজা ভাস্ত্রাকার ১৮ রানের ইনিংস খেলেন। ১৫ রান করে ইয়ং।
রান তাড়া করতে নেমে এলিসা হিলি ও কিরণ নাভগিরে জুটি মিলে বোর্ডে ৯৪ রান যোগ করেন। হিলি ৩৩ রান করেন। কিরণ ৩১ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। এই পার্টনারশিপই জয়ের ভিত গড়ে দেয় ইউপি ওয়ারিয়র্সের। তাহিলা ম্য়াকগ্রা ১ রান করেন। গ্রেস হ্যারিস ৩৮ রানের ইনিংস খেলেছেন। ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান ১৭ বলের ইনিংসে। দীপ্তি শর্মা ২০ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। ১৬.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইউপি ওয়ারিয়র্স।
টুর্নামেন্টের প্রথম ম্য়াচেই মাঠে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তারা সেই ম্য়াচে শেষ বলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল। এরপর গুজরাত জায়ান্টসের বিরুদ্ধেও ম্য়াচ জিতেছে হরমনপ্রীতের দল। এদিন জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামবে তারা। অন্যদিকে ইউপি ওয়ারিয়র্সও এই নিয়ে চলতি টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্য়াচ খেলতে নেমেছিল। কিন্তু এখনও পর্যন্ত এই ম্য়াচের আগে জয়ের খাতা খুলতে পারেনি তারা। গত মরশুমে নক আউট পর্যায়ে এই ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তারা আগের বারের চ্যাম্পিয়নও। দীপ্তিদের কাছে এই ম্য়াচ তাই কিছুটা প্রতিশোধেরও ম্য়াচ ছিল।