ঝিলম করঞ্জাই, কলকাতা : শুরু হয়েছে লোকসভা ভোটের মহারণ ( Loksabha Election 2024 )। প্রথম দফায় রাজ্যে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার আসনে ভোটগ্রহণ চলছে। বাংলায় সাত দফায় ভোট। আর গণতন্ত্রের উৎসবের সূচনা হল উত্তরবঙ্গ থেকে। দক্ষিণবঙ্গ যখন প্রখর তপন-তাপে পুড়ছে তখন উত্তরবঙ্গে অপেক্ষাকৃত ঠান্ডা আবহাওয়া।

উত্তরবঙ্গের আবহাওয়া 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত বঙ্গের উত্তরের জেলাগুলিতে বৃষ্টি চললেও গরম থেকে রেহাই নেই। পার্বত্য ও তরাই অঞ্চল বৃষ্টিতে ভিজবে তবে আগামী ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আরও কয়েকদিন বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপর দিকের ৫ জেলায় । নিচের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। মালদা জেলায় দক্ষিণবঙ্গের জেলাগুলির মতো তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আজ ভোটের আবহে উত্তরবঙ্গের জেলাগুলি নানারকম অশান্তিতে উত্তপ্ত হলেও,  উত্তরবঙ্গের ৫ জেলাতেই শুক্রবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তাই ভোটারদের ভোট দিতে কষ্ট হবে না।  দার্জিলিং ,কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে বজবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে। 

নির্বাচনের দিন উত্তরবঙ্গের কোন ৫ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা? 

  • দার্জিলিং
  • কালিম্পং
  • আলিপুরদুয়ার
  • কোচবিহার
  • জলপাইগুড়িএই পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে।   আপাতত রবিবার পর্যন্ত চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। এর মধ্যেই সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের ১০টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজতে পারে।  এক নজরে বঙ্গের বিভিন্ন এলাকার তাপমাত্রা  পানাগড়       ৪৪ (৭.২)কলকাতা       ৪০.৮ (+৫ .২)দমদম         ৪১.৫  ( +৫.৪)মেদিনীপুর   ৪৩.৫   (+৬.৬)কলাইকুন্ডা  ৪২.৮  (+ ৫.৯)বাঁকুড়া         ৪২.৭  (+৪.৭)বর্ধমান         ৪২.৫   (+৫.৭)আসানসোল ৪২.৪    (+৪.৭)সিউড়ি         ৪৩.৫     (+৬.৭)ঝাড়গ্রাম      ৪৩.৫     (+ ৬.৬) আরও পড়ুন :                             

    কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ? 

    আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।