কোচবিহার: দিনহাটায় (Shitalkuchi) বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ। ২২১ নম্বর বুথের পোলিং এজেন্ট বিশ্বনাথ পালকে অপহরণের অভিযোগ। তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ বিজেপির। রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন (Election Commission Of India)।           


বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ: লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট শুরুর আগে থেকেই কোচবিহারে দফায় দফায় অশান্তির খবর। এবার দিনহাটায় বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, শুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতের ২২১ নম্বর বুথে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্ট হন বিজেপির মণ্ডল সহ সভাপতি বিশ্বনাথ পাল। তাঁকে তৃণমূলের লোকজন তুলে নিয়ে যায় বলে অভিযোগ। যদিও এই ঘটনায় শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এনিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।                           


ভোট শুরু হতেই অশান্ত কোচবিহার। মাথা ফাটল বিজেপির বুথ সভাপতির। এই নিয়ে কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকার চান্দামারিতে উত্তেজনা ছড়াল। অভিযোগ, গতকাল রাতে বিজেপির বুথ সভাপতি লব সরকার যখন নিজের বুথে যান সেই সময় তাঁকে রাস্তায় আক্রমণ করে তৃণমূলের লোকজন। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। হাসপাতালে ভর্তি বিজেপি নেতা। আহতকে দেখতে হাসপাতালে যান কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। বিধায়কের অভিযোগ, গতকাল রাতভর তৃণমূলের বাইক বাহিনী দাপিয়ে বেড়িয়েছে। পুলিশ-প্রশাসনও তাঁর ফোনে সাড়া দেয়নি বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক।


২০২১ সালের ১০ এপ্রিল, বিধানসভা ভোটের চতুর্থ দফায় শীতলকুচির জোড়পাটকি গ্রামে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের। শীতলকুচিতেই ভোটের দিন প্রথমবার ভোট দিতে এসে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন আনন্দ বর্মন। প্রথম দফা নির্বাচনে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কোচবিহারে। যদিও তারপরেও অশান্তির খবর সামনে আসছে ভোট শুরু হওয়ার পর থেকেই। শীতলকুচির দুই জায়গায় বিজেপির ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শীতলকুচির পারা ধাপেরছত্র ৫ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ২০১ নম্বর বুথে বিজেপি কর্মীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে। অন্যদিকে, শীতলকুচির গেদুপুর হরিসভা প্রাথমিক বিদ্যালয়ে ৫৩ নম্বর বুথে দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পডুন: Loksabha Election 2024: ভোটকেন্দ্রেই অসুস্থ, মাথাভাঙায় CRPF জওয়ানের অস্বাভাবিক মৃত্যু