ঝিলম করঞ্জাই, কলকাতা : সপ্তাহের শুরুতেই প্রবল হবে গরম। জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা। নতুন বাংলা বছরের শুরুতে কালবৈশাখীর ইঙ্গিত দিচ্ছেনা আবহাওয়া দফতর। সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার থেকেই গরম বাড়বে। বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস আবহাওয়া অফিসের। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। 


আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরো কমবে দক্ষিণবঙ্গে। গরম বাড়বে প্রায় প্রতি জেলাতেই। তবে অতিরিক্ত গরম পড়ার আশঙ্কা নেই। শুধুমাত্র উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , মুর্শিদাবাদ, নদিয়াতে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। যদি ওই বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য।  


অন্যদিকে উত্তরবঙ্গে বাংলা বছরের শুরুতে বৃষ্টি চলবে। নববর্ষের প্রথম দিন গরম ও শুষ্ক আবহাওয়াই ছিল কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে। আংশিক মেঘলা আকাশ থাকবে শহরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে। উত্তর পশ্চিমের শুকনো হাওয়ার দাপটও ক্রমশ বাড়বে। আপাতত তাপপ্রবাহের সতর্কবার্তা না থাকলেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া এতটাই থাকবে যে দাবদাহের কারণে সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত বাইরে বেরোনার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে বলছে আবহাওয়া দফতর। 


সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের  পাঁচ জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। 



আবহাওয়ার পূর্বাভাস একনজরে 


 - পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। 


  - আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হালকা সম্ভাবনা। 


  - বাকি সব জেলাতেই গরম ও শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা শূন্য। 


  - বেলা যত বাড়বে, গরম তত বাড়বে 


   - মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরো কমবে দক্ষিণবঙ্গে। 


   - ১৬ এবং ১৯ এ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের জেলাগুলিতে। 


  - দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি।  


  - আগামী চার দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।


কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।  বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৫ থেকে ৯০ শতাংশ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।