কুয়াশার কম্বল সরিয়ে সোমবার ঘুম ভাঙল কলকাতায়। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার দাপট অব্যাহত। সোমবার দক্ষিণবঙ্গের ও দশ জেলায় ঘন কুয়াশা থাকবে। সেই সঙ্গে দার্জিলিংয়ে হালকা তুষারপাত হতে পারে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ চার জেলাতে। 

বৃষ্টি হতে পারে ?

রবিবার থেকেই সামান্য তাপমাত্রা বেড়েছে বঙ্গে। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পড়েছে তীব্র শীতে। এর জেরে আটকা পড়েছে  উত্তুরে হাওয়া। সোম ও মঙ্গলবার আরও দু ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকে ফের কিছুটা নামতে পারে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে ১০ জানুয়ারি। রাজস্থানের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। পাঞ্জাব থেকে রাজস্থানের উপর দিয়ে আরব সাগর পর্যন্ত একটি তৈরি হয়েছে অক্ষরেখা ।
 
পার্বত্য পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে  দক্ষিণবঙ্গেও ঘন কুয়াশা থাকবে। সপ্তাহশুরু থেকেই কলকাতা সহ ১০ জেলাতেই  ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। কুয়াশা ঘিরে রাখবে কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। একই পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গেও। তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই।

কনকনে ঠান্ডা আবার কবে? 

সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বদল ঘটতে পারে। ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়বে। সোম ও মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বাড়বে। বুধবার থেকে ফের তাপমাত্রা কমতে পারে। শুক্রবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে। স্বাভাবিকের কাছে এলেও এ সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তা। বুধবার কিংবা তারপর আবার পারদ নামবে। আপাতত কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই।

কলকাতার তাপমাত্রা

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি। রবিবার  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা হয়েছে  ৬৬ থেকে ৯৪ শতাংশ।  

এক নজরে দেখে নেওয়া যাক কলকাতায় কেমন থাকবে তাপমাত্রা 

সূত্র - আইএমডি 

7 Day's Forecast/Warnings
Date Min Temp Max Temp Forecast Warnings RH 0830 RH 1730
06-Jan 15.0 25.0
Fog/mist in the morning and mainly clear sky later
No warning 0 0
07-Jan 14.0 26.0
Mainly Clear sky
No warning 0 0
08-Jan 13.0 25.0
Mainly Clear sky
No warning 0 0
09-Jan 12.0 25.0
Mainly Clear sky
No warning 0 0
10-Jan 12.0 25.0
Mainly Clear sky
No warning 0 0
11-Jan 12.0 25.0
Mainly Clear sky
No warning 0 0