অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ফের কমতে চলেছে তাপমাত্রা। আরও ঠান্ডায় কাঁপতে চলেছে পশ্চিমবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, সর্বনিম্ন বা রাতের তাপমাত্রা নিম্নমুখী। দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা ও স্বাভাবিকের অনেকটাই নিচে থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে। 

Continues below advertisement

সোমবার থেকেই গোটা বাংলায় জাঁকিয়ে শীত পড়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ থেকে শুরু করে আগামী অন্তত এক সপ্তাহ রাজ্যের সর্বত্র প্রবল শীত বজায় থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আজ কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ তিন জেলায়। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে কোথাও কোথাও। দক্ষিণবঙ্গের দুই জেলার কিছু অংশে ঘন কুয়াশার সতর্কবার্তা।

পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান ও সংলগ্ন জম্মু-কাশ্মীর সহ উত্তর-পশ্চিম পার্বত্য এলাকায় অবস্থান। পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

Continues below advertisement

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। ঘন কুয়াশার সতর্কবার্তা বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। আজও ঘন কুয়াশার সতর্কবার্তায় দৃশ্যমানতা এই দুই জেলায় নামতে পারে ৫০ মিটারের কাছাকাছি।

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, ফের পারা পতনের সম্ভাবনা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে। পরবর্তী তিন চার দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। জমিয়ে শীতের স্পেল শুরু। সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নিচে থাকবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত নিচে থাকতে পারে দিনের বা সর্বোচ্চ তাপমাত্রা।

দার্জিলিং সহ উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিং এর পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। সান্দাকফু ঘুম, ধোত্রে, চটকপুরের মত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হবার সম্ভাবনা। উত্তরবঙ্গে আজও কাল কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে কোথাও কোথাও। বাকি জেলাতে ও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকেই ঠান্ডার আমেজ বাড়তে শুরু করেছিল। সোমবার সকালেও জেলায় জেলায় অনুভূত হয়েছে তীব্র শীত। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আরও তাপমাত্রা কমবে। বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে আগামী কয়েক দিন প্রবল ঠান্ডা অনুভূত হবে।