অরিত্রিক ভট্টাচার্য, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : কার্তিক শেষেই শীতের শিরশিরানি। ঝুপ করে এবার ঠান্ডা নামবে শহর , শহরতলিতে। দীপাবলির পর থেকেই গ্রামাঞ্চলে একটা শীতের আমেজ এসেছে। এবার কার্তিক সংক্রান্তিতেই শীতের হাওয়ার শিরশিরানি মহানগরে। বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া।
আবহাওয়া দফতর জানাল, কলকাতায় পারদ নেমেছে ২০ ডিগ্রিতে। মাঝ নভেম্বর থেকে প্রত্যাশা মতোই রাজ্যজুড়ে শীতের আগমনী হয়ে গেল। শুক্রবার পুরুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে। আগামী ৪-৫ দিনে আরও ২-৪ ডিগ্রি নামবে পারদ। আপাতত শুকনোই থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে।
যদিও এই সময় পারদ পতনকে আপেক্ষিক ভাবে দেরি বলেই মনে করছে আবহাওয়া দফতর। পূর্বাভাস, এই উইকএন্ডে রাজ্য জুড়ে থাকবে শীতের আমেজ। পার্বত্য এলাকা ছাড়া বৃষ্টির সম্ভাবনা নেই কোথাওই । থাকছে না আদ্রতা জনিত অস্বস্তি। আপাতত দক্ষিণ বঙ্গ জুড়ে মনোরম আবহাওয়া থাকবে।
আরও পড়ুন : Online Shopping : অনলাইনে কেনা প্রোডাক্ট কোম্পানি ফেরত নিচ্ছে না ? কী করবেন
শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩° কম। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। আপেক্ষিক আদ্রতা ৪০ থেকে ৯৩%। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।
কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট চলবে। শুক্র ও শনিবার ঘন কুয়াশায় ঢাকবে মালদা, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নামতে পারে। দক্ষিণবঙ্গের ছয় জেলাতৈও সকালে কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। বাকি সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ও সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। পরে দিনভর পরিষ্কার থাকবে আকাশ।
আগামী ৭ দিন কেমন থাকবে তাপমাত্রা ?
সূত্র : https://city.imd.gov.in/citywx/localwx.php
7 Day's Forecast/Warnings | ||||||||
Date | Min Temp | Max Temp | Forecast | Warnings | RH 0830 | RH 1730 | ||
15-Nov | 21.0 | 32.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 | ||
16-Nov | 20.0 | 31.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 | ||
17-Nov | 19.0 | 31.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 | ||
18-Nov | 19.0 | 30.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 | ||
19-Nov | 20.0 | 31.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 | ||
20-Nov | 20.0 | 31.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 | ||
21-Nov | 20.0 | 31.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 |
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।