কলকাতা : ফের আবহাওয়ার খামখেয়ালিপনা। সরস্বতী পুজোর পরেই নামল পারদ। কখনও ছুটছে ঘাম, কখনও এক ধাক্কায় নামছে পারদ। ফেব্রুয়ারির শুরুতে খামখেয়ালি পারদের ওঠানামা। সূর্য-ধোওয়া ভোর নয়, মঙ্গলে ঘুম ভাঙল কুয়াশার চাদর সরিয়ে। সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা কুয়াশাচ্ছন্ন। বেলা গড়াতে ক্রমশ পরিষ্কার হতে থাকে আকাশ।
গত কয়েকদিন ধরেই স্বাভাবিকের উপরে ছিল তাপমাত্রা। সরস্বতীপুজোয় কাঁপতে কাঁপতে অঞ্জলি দিতে হয়নি। বরং বেলা বাড়তে প্রয়োজন হয়েছে পাখার। আবহাওয়া দফতর জানিয়েছিল, বসন্ত পঞ্চমীর পর থেকে দু তিন দিন তাপমাত্রা সামান্য কমবে। ঘটল তেমনটাই। সরস্বতী পুজোর পরেই নামল পারদ।
কলকাতার আবহাওয়া
কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪। অনেকদিন পর সূর্যের দেখা মিলল একটু বেলা গড়াতে। সপ্তাহভর দক্ষিণবঙ্গে ওঠানামা করবে পারদ। এমনটাই ইঙ্গিত আবহাওয়ার বুলেটিনে। আপাতত শীতের কামড় না থাকলেও, আমেজ বজায় থাকবে বঙ্গজুড়ে। উত্তরবঙ্গেও কুয়াশার দাপট রয়েছে অব্যাহত। কোথাও কোথাও দৃশ্যমানতা তলানিতে ঠেকার আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিকের ওপরেই রাত ও দিনের তাপমাত্রা থাকবে। শহরে বৃহস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। উইক-এন্ডে ফের তাপমাত্রা কিছুটা কমবে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ বোঝা যাবে। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে শুরু করবে। তারপর আবার তাপমাত্রা বাড়বে। ফের নিম্নমুখী হবে সপ্তাহান্তে। এভাবেই ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হবে শীতের বিদায় পর্ব।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘন কুয়াশা থাকবে জেলায় জেলায়। উত্তরবঙ্গের চার জেলা এবং দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কুয়াশার জেরে দৃশ্যমানতা ৫০ মিটার নেমে যেতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার। তবে আগামী কয়েকদিন তাপমাত্রার নামা-ওঠা চলতেই থাকবে।
আগামী সাত দিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে। তালিকা রইল সরাসরি আইএমডি-র ওয়েবসাইট থেকে।
Source : https://city.imd.gov.in/
7 Day's Forecast/Warnings | ||||||
Date | Min Temp | Max Temp | Forecast | Warnings | ||
04-Feb | 18.0 | 27.0 | Fog/mist in the morning and partly cloudy sky later | No warning | ||
05-Feb | 20.0 | 28.0 | Moderate Fog | No warning | ||
06-Feb | 19.0 | 28.0 | Mainly Clear sky | No warning | ||
07-Feb | 16.0 | 27.0 | Mainly Clear sky | No warning | ||
08-Feb | 15.0 | 26.0 | Mainly Clear sky | No warning | ||
09-Feb | 16.0 | 26.0 | Mainly Clear sky | No warning |