কলকাতা : ফেসবুকে পোস্টের ছয়লাপ। টাইমলাইন খুললেই নারীশক্তির ডাক। ভারতের স্বাধীনতার উদযাপনের মধ্যরাতে নির্যাতন মুক্তির ডাক দিল বাংলার মেয়েরা। সারা বাংলার দিকে দিকে মধ্যরাতের কিছু আগেই সঙ্ঘবদ্ধ হবে নারীশক্তি। দেবে অন্যায় থেকে মুক্তির ডাক। আর জি করের ঘটনার ন্যায়-বিচারের ডাক। মেয়েদের ভয়-মুক্তির ডাক। 'রাতের দখল' নেবে এই বাংলার মেয়েরা। প্রথমে শহর কলকাতার নির্দিষ্ট তিনটি জায়গা ঠিক হয়েছিল, কলেজ স্ট্রিট, যাদবপুর, অকাদেমি। তারপর এমন সাড়া মিলতে শুরু করে যে, এখন শহর ও জেলার দিকে দিকে , বড় একটা মোড়েই জমায়েতের ডাক দিয়েছেন মেয়েরা। আর যাঁরা পথে নামতে পারবেন না, তাঁরা বাড়িতেই বাজাবেন শাঁখ। দেবেন নারী ঐক্যের ডাক। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুসারে কোথায় কোথায় হচ্ছে জমায়েত, তার একটা তালিকা দেওয়া হল। 


১৪ তারিখ রাত এগারোটায় এখনও অবধি যে যে জায়গায় জমায়েত হবে বলে জানানো হয়েছে -



  • গড়িয়া মোড়

  • হাওড়া শিবপুর মন্দিরতলা (9836347748)

  • হাওড়া পাওয়ার হাউস মোড় (62897 94702)

  • শিবপুর বি ই কলেজ ফার্স্ট গেট (9038100636)

  • নিউটাউন বিশ্ব বাংলা গেট - 9830058641

  • বাঘা যতীন পার্ক, শিলিগুড়ি (+918250974515)

  • কোর্ট মোড়, শিলিগুড়ি(6294151188)

  • পঞ্চুর চক, মেদিনীপুর ( 7797340540/9749501875) 

  • দমদম চাতাল (8420565612/8017239825)

  • নবদ্বীপ (8918774628/8695233908) 

  • শ্যামনগর,উত্তর ২৪ পরগনা, চৌরঙ্গী মোড় (8910366956/7003751497)

  •  উত্তর চব্বিশ পরগনা, অশোকনগর চৌরঙ্গী , (7908121092)

  • কলেজ স্ট্রিট (7980560734)

  • একাডেমী অফ ফাইন আর্টস(9830215891)

  • যাদবপুর এইট বি(9875659784/9836039066)

  • সিঁথির মোড় 

  • ডানলপ খালসা মডেল স্কুল 9163872312

  • মালদা ইংলিশ বাজার পোস্ট অফিস মোড় 

  • শিলিগুড়ি দার্জিলিং মোড় 

  • উত্তরপাড়া দোলতলা ঘাট , শখেরবাজার , উত্তরপাড়া কলেজ থেকে মিছিল আসবে এখানেই। 

  • মধ্যমগ্রাম চৌমাথা মোড় (9836156390/9874595556)

  • উত্তরপাড়া সখের বাজার ( 9831926590)

  • নীলদর্পণ, বনগাঁ 

  • শ্রীরামপুর 

  • রায়গঞ্জ, ঘড়িমোড়   

  • ব্যারাকপুর স্টেশন (9903061634) 

  • দুর্গাপুর চতুরঙ্গ মাঠ (98000 24188)(9475151236) 

  • আরামবাগ            

  • জলপাইগুড়ি সদর হাদপাতাল (পুরনো ভবন, দশতলা নয়)(8371880532)         

  • শান্তিপুর ডাকঘর       

  • কোচবিহার দাস ব্রাদার্স মোড় (7063787231)           

  • ইছাপুর - স্টোর বাজার ( 8240128172 )           

  • বর্ধমান কার্জন গেট চত্বর       

  • সোদপুর, বি. টি,রোড মোড় (9830836518/7980223487) 

  • বেহালা শখের বাজার (8902338727/9933937524)         

  • ব্যারাকপুর (9903061634)     

  • বালি খাল (7003634886)           

  • সল্টলেক (9836052721)   

  • শ্যামবাজার পাঁচ মাথার মোড় (6291954461/7439630417)           

  • নাগেরবাজার বাস স্টপ             

  • শ্রীরামপুর পূর্ব (6290991138)           

  • শ্রীরামপুর পশ্চিম(7278381998)           

  • চৌতারা, বহরমপুর           

  • বাগুইহাটি, কলকাতা (9748409071)           

  • বারাসাত ডাকবাংলো মোড় ( 7980179809)             

  • রতনপল্লী, বোলপুর (9088655159)         

  • ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটাল গেট (
    9547500885) 
    ( তথ্য সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া। ফোন নম্বর এবিপি আনন্দ ভেরিফাই করেনি)


১৯৭৫ সালে ফিলাডেলফিয়ার একটি খুনের ঘটনায় এভাবেই পথে নেমেছিলেন মহিলারা। সেই আন্দোলনের নাম ছিল 'টেক ব্য়াক দ্য় নাইট'।  দিল্লির নির্ভয়াকাণ্ডের পরও বিভিন্ন শহরে রাতে পথে নেমেছিলেন মহিলারা। এবার আর জি কর-কাণ্ডের পর, ফের রাতে রাত দখলের ডাক দিয়ে, রাজ্য়জুড়ে নামছেন মহিলারা। কিন্তু এই আন্দোলনের কোনও প্রভাব কি পড়বে বিকৃতমনস্কদের মনে ? মেয়েদের এই রুখে দাঁড়ানো কি বদলাতে পারবেন প্রতি রাতের ভয়ের ছবিটা ? উত্তর দেবে সময় ! 


আরও পড়ুন : 


 রাজ্য জুড়ে কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের, আন্দোলনে সমর্থন জানিয়েও কাজে ফিরতে বললেন বিচারপতি