মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানের (West Burdwan) অন্ডালের (Andal) দিকনালা এলাকায় দু:সাহসিক ডাকাতির (Robbery) ঘটনা ঘটেছে। কয়েক লক্ষ টাকা ও সোনার গয়না লুঠের অভিযোগ পরিবারের। ডাকাতির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত হয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা। 


কী হয়েছে? 


পরিবারের সদস্যদের অভিযোগ, গতকাল রাত দেড়টা নাগাদ বাড়ির পিছন দিকের দরজা ভেঙে ঢোকে ৬-৭ জনের ডাকাতদল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে, কয়েকজনের হাত বেঁধে পরিবারের সদস্যদের একটি ঘরে আটকে রেখে চলে লুঠপাট। সোনার গয়না ও নগদ মিলিয়ে কয়েক লক্ষ টাকার জিনিস নিয়ে ডাকাতরা চম্পট দেয় বলে অভিযোগ। 


এই ঘটনার পরই অন্ডাল থানার পুলিশের পাশাপাশি সকালে ঘটনাস্থলে যান আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্ত ও এসিপি তৌহিদ আনোয়ার। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কীভাবে এই কাজ করল তা খুঁজে দেখার কাজ শুরু করেছেন। 


আরও পড়ুন, লোডশেডিংয়ের আজব পরিণতি, অন্ধকারে হবু শ্যালিকাকেই বিয়ে করে ফেললেন বর


মুর্শিদাবাদেও ডাকাতি                       


সম্প্রতি ডাকাতির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে। সেখানে অবশ্য গৃহস্থ বাড়িতে নয়। ব্যাঙ্কে ডাকাতির ঘটনা ঘটে। গ্রাহক সেজে ব্যাঙ্কে প্রবেশ করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুঠ করে চম্পট দেয় ডাকাতরা। কিন্তু বস্তাভর্তি টাকা নিয়ে ভাগ্য বদলের স্বপ্ন আর পূরণ হল না। বরং পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন দুষ্কৃতীরা।            


এক ঘণ্টার মধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয় লিশ সূত্রে জানা গিয়েছে, গ্রাহক সেজে অ্যাক্সিস ব্যাঙ্কের স্থানীয় শাখায় ঢোকেন চার জন। আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ব্যাগে করে ভরতে থাকেন। ব্য়াঙ্কের ম্যানেজার, কর্মী, গ্রাহক, সকলে ভিতরে থাকাকালীনই শাটার নামিয়ে চলে তাণ্ডব। ব্যাঙ্ক কর্মী এবং গ্রাহকদের মাথায় বন্দুক তাক করে ভয় দেখানো হয় বলেও অভিযোগ।