মনোজ বন্দ্যোপাধ্যায়, অন্ডাল: পেট্রোল পাম্পে সশস্ত্র দুষ্কৃতীদলের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়।
অভিযোগ, রাত ১টা নাগাদ ৬-৭ জনের দুষ্কৃতীদল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় পেট্রোল পাম্পে। এসেই মারধর শুরু করে পাম্পে কর্মরত কর্মচারীদের।
অভিযোগ, বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় ২ কর্মীর। অফিসের ক্যাশবাক্স ভেঙে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকার মতো নগদ অর্থ লুঠ করে নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত দুবচুরুরিয়া মোড়ের কাছে ২ নম্বর জাতীয় সড়কের পাশেই। পাম্পের কর্মী আকাশ ভিভোর জানান, ৬-৭ জনের দুষ্কৃতী দল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোজা পেট্রোল পাম্পের ক্যাশবাক্সে হামলা চালায়। কর্মরত পাম্পের কর্মীদের মারধর করা হয়।
সিসি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যাচ্ছে, একে একে ঢুকে এল দুষ্কৃতীরা। কারও হাতে আগ্নেয়াস্ত্র, তো কারও হাতে ধারালো অস্ত্র।
তারপরই শুরু লুঠপাট। পাম্পের অফিস ঘরে ঢুকেই এক কর্মীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিচ্ছে দু-তিন দুষ্কৃতী। অন্য দুষ্কৃতীরা ততক্ষণে ক্যাশবক্স খুলে লুঠপাট শুরু করে দিয়েছে।
দুষ্কৃতীদের মারের আঘাতে পেট্রোল পাম্পের এক কর্মী গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি। পেট্রোল পাম্পের মালিক সুকুমার পাণ্ডে জানান, এই ধরনের ঘটনা এর আগে কখনও ঘটেনি। এমনকি ছোটখাটো চুরির ঘটনাও ঘটেনি এই পাম্পে।
তিনি বলেন, চার বছর ধরে পাম্প চালাচ্ছি। আগে কখনও হয়নি। আমাদের ভয় বেড়ে গেল। চার জন কর্মীকে মারধর করেছে। সেখানে আজ একেবারে সশস্ত্র ডাকাতদল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে পাম্পের কর্মীদের মারধর করে ডাকাতি করে। পাম্পের ক্যাশবাক্সে থাকা ১ লক্ষ ৬০ হাজার টাকার মতো নগদ নিয়ে যায়।
পাম্পের মালিকের অনুমান, এই ঘটনা পূর্বপরিকল্পিত হতেও পারে অথবা কেউ কোনও শত্রুতার কারণেও এঘটনা ঘটে থাকতে পারে। তবে জাতীয় সড়কের একেবারে পাশেই এরকম দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।