কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: আসানসোল (Asansole) পুরসভার ৬ নম্বর ওয়ার্ডেও আজ উপ নির্বাচন (by election) হচ্ছে। ১২টি ভোটগ্রহণ কেন্দ্রের ১৪টি বুথে ভোটগ্রহণ শুরু। সমস্ত দলই প্রার্থী দিয়েছে। তৃণমূলের (TMC) প্রার্থী আসানসোল (Asansole) পুরসভার মেয়র বিধান উপাধ্যায়, বিজেপি দাঁড় করিয়েছে শ্রীদীপ চক্রবর্তীকে, সিপিএমের হয়ে লড়ছেন শুভাশিস মণ্ডল ও কংগ্রেস প্রার্থী করেছে সোমনাথ চট্টোপাধ্যায়কে। আসানসোল পুরভোটে ৬ নম্বর ওয়ার্ডে জিতেছিলেন তৃণমূলের সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। বিধান উপাধ্যায় মেয়র হলেও কোনও ওয়ার্ড থেকে জিতে আসেননি। তাই দলের নির্দেশে পদত্যাগ করেন থেকে সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই উপ নির্বাচন। 


 






বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন


রবিবার বনগাঁ (Bangaon Bypoll) পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে দু'টি ভোটগ্রহণ কেন্দ্রের ছ'টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। ১৪ নম্বর ওয়ার্ডে চতুর্মুখী লড়াই। এখানে তৃণমূলের প্রার্থী পাপাই রাহা। বিজেপির টিকিটে লড়ছেন অরূপ পাল।


ভোটগ্রহণ শুরু হওয়ার পর এ দিন কবি কেশবলাল বিদ্যাপীঠে উত্তেজনা ছড়ায়। বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার উপস্থিতিতে বুথের বাইরে বহিরাগতদের জমায়েতের অভিযোগ তোলেন তৃণমূলের প্রার্থী পাপাই রাহা। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি বিধায়ক। এরপর তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। যদিও বহিরাগতদের আনার অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। 


নতুন তৃণমূলের ফ্লেক্স


৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। কলকাতার পর এবার এই লেখা ফ্লেক্স দেখা গেল জেলাতেও। মালদার চাঁচলের দু’ জায়গায় টাঙানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স। তৃণমূলের মধ্যে বিভেদের অভিযোগ তুলে কটাক্ষ করেছে বিরোধীরা। ষড়যন্ত্র দেখছে রাজ্যের শাসকদল।