মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: অ্যাম্বুল্যান্সে (Ambulance) অক্সিজেনের (Oxyzen) অভাবে রোগীর মৃত্যুর অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল দুর্গাপুর ESI হাসপাতালে (Durgapur ESI Hospital)। সুপারের কাছে ক্ষোভ প্রকাশ মৃতের পরিবারের। অক্সিজেনের অভাবের অভিযোগ অস্বীকার করে তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার।


রোগীর মৃত্যুর অভিযোগকে ঘিরে উত্তেজনা: পশ্চিম বর্ধমানের (West Burdwan) দুর্গাপুরের ESI হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে করে, বেসরকারি হাসপাতালে (Private Hospital) নিয়ে যাওয়ার সময় রোগীর মৃত্যু। আর সেই ঘটনাকে ঘিরেই উত্তেজনা ছড়াল হাসপাতালে। রোগীর পরিবারের অভিযোগ, অ্যাম্বুল্যান্সে প্রথমে ফাঁকা অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়। তারপর সিলিন্ডার পরিবর্তন করা হলেও রোগীর প্রাণ বাঁচানো যায়নি। এরপরই হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। সুপার তাঁর ঘর থেকে বেরিয়ে অ্যাম্বুল্যান্সের সামনে এসে খোঁজ নেন।                                              


ঠিক কী ঘটেছিল? যাঁর মৃত্যুর জেরে এই ঘটনা, বাঁকুড়ার বাসিন্দা সেই বাদুলি কর্মকার দিন তিনেক আগে শ্বাসকষ্ট নিয়ে দুর্গাপুর ESI হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার সকালে শ্বাসকষ্ট আরও বাড়ে।  সেই সময় ESI হাসপাতালে থেকে রোগীকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রেফার করা হয় বলে মৃতের পরিবার সূত্রে দাবি। এরপরই অ্যাম্বুল্যান্সে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় রোগীর। মৃতের ছেলে রামকৃষ্ণ কর্মকার বলেন, “অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়ার সময় প্রথমে ফাঁকা সিলিন্ডার দেওয়া হয়। তারপর ভুল বুঝতে পরে যখন সিলিন্ডার বদলায়, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।’’


যদিও ফাঁকা অক্সিজেন সিলিন্ডার দেওয়ার অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্গাপুর ইএসআই হাসপাতালের সুপার দীপাঞ্জন বক্সী বলেন, “ভর্তি সিলিন্ডারই ছিল। তবে রোগীর পরিবার অভিযোগ করেছে। সেই অভিযোগ খতিয়ে দেখা হবে।’’ ঘটনার জেরে হাসপাতাল চত্বরে আসে দুর্গাপুর নিউটাউনশিপ থানার পুলিশ। গত শনিবার ESI হাসপাতালে কর্তব্যরত এক চিকিত্‍সকের বিরুদ্ধে রোগীর আত্মীয়কে চড় মারার অভিযোগ ওঠে। তারপর সোমবার অক্সিজেনের অভাবে রোগীমৃত্যুর অভিযোগকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। 


আরও পড়ুন: Job Seekers Agitation: ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগের দাবি, ধর্না ২০১৪-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের