মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বেঙ্গালুরু নার্সিং কলেজের হস্টেলে বাঙালি ছাত্রীর রহস্যমৃত্যু (Student Death)। উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। সহপাঠীর প্রেমের প্রস্তাব ফেরান কাঁকসার বাসিন্দা ওই পড়ুয়া, দাবি বন্ধুর। প্রণয়ঘটিত সম্পর্কে টানাপোড়েনে আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণ, ধন্দে পরিবার।
উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ: মৃতের নাম দিয়া মণ্ডল। বেঙ্গালুরুর বেসরকারি নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া দিয়া। শনিবার রাতে হস্টেল থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ছাত্রীর বন্ধুর দাবি, এই খবর পাওয়ার দেড়ঘণ্টা আগে কাঁকসায় ফোন করে মায়ের সঙ্গে কথা বলেন দিয়া। কথা হয় বন্ধুর সঙ্গেও। মৃত ছাত্রীর বন্ধু আকাশ মণ্ডল বলেন, "ওর মাকে বলল আমাকে চাউমিন করে দিতে। আমি খেলাম। ওখান থেকে বেরিয়ে বাড়ি এসে কল করলাম ওর ফোনটা বেজে গেল। এক বান্ধবী কল করে বলল ওর ফোন রুমে আছে ও হাসপাতালে।''
পরিবারের দাবি, ফোনে মা ও বন্ধুর সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বললেও, পরে জানা যায়, অসুস্থ বলে সহপাঠীদের সঙ্গে রাতের খাবার খেতে যাননি ওই নার্সিংপড়ুয়া। ফিরে এসে সহপাঠীরা হস্টেলের ঘরেই তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যরা সহপাঠীর বিরুদ্ধে উত্যক্ত করার অভিযোগ ওঠে। মৃত ছাত্রীর মামা জগন্নাথ রায় বলেন "দিদি বলল দিয়ার যে এই ঘটনার খবর এসেছে তার ১০ মিনিট আগে ফোন করেছে। খুব ভাল কথাবার্তা। কোনও অসঙ্গতি ছিল না।''
শিশু মৃত্যু বালিগঞ্জে: এদিকে বালিগঞ্জের ময়দান সেনা ক্যাম্পে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ৬ তলার সিঁড়ির রেলিং গলে পড়ে মৃত্যু হল ৬ বছরের শিশুপুত্রর। সার্ভেন্টস কোয়ার্টারে বোনের সঙ্গে খেলা করছিল ওই শিশু। স্থানীয়দের দাবি, গতকাল রাত ১০টা নাগাদ ৬ তলার রেলিং গলে সে পড়ে যায়। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বালিগঞ্জ থানার পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Malda News: গভীর রাতে সোনার দোকানে লুঠ, চাঞ্চল্য মালদায়