আজ রবিবার, ৭ জুলাই, আষাঢ় শুক্লা দ্বিতীয়ায়, অনেক শুভ যোগের মধ্যে পুরীর রথযাত্রা শুরু হয়েছে। রথের দিনে পুরনো চেহারায় পুরী। সৈকত শহরে উপচে পড়ছে ভিড়। মুহুর্মুহু শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি। একবার রথের রশিতে টান দিতে কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন। 


এই প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা সব একই দিনে হচ্ছে।ফলে রথের রশিতে টান পড়বে আজ বিকেলে। প্রথমে বেরোবেন সুদর্শন। গর্ভগৃহ থেকে ২২ ধাপে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নামিয়ে আনা হবে। ২২ ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হবে রথে, যা পহন্ডি নামে পরিচিত। জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের তালধ্বজ আর সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। এরপর পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেবেন। এই রীতিকে বলা হয় ছেড়াপহরা। আগামীকাল শেষ হবে রথযাত্রা। 


একটি ধর্মীয় বিশ্বাস রয়েছে যে এই রথযাত্রায় অংশগ্রহণ করলে ১০০টি যজ্ঞ করার সমান ফল পাওয়া যায়। এই রথগুলি টানার সৌভাগ্য লাভ করে ভক্ত জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। রথযাত্রায় অংশগ্রহণের সুযোগ না পেলে আফসোস করবেন না। বরং নিজের বাড়িতে ভগবান জগন্নাথের পুজো করুন এবং তাঁর আশীর্বাদ নিন। 


উপাসনালয় পরিষ্কার করুন এবং গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করুন। তারপরে ভগবান জগন্নাথের ছবি বা মূর্তিটি তার বোন সুভদ্রা এবং ভাই বলভদ্রের সাথে পিঠের উপর রাখুন। একটি ঘি প্রদীপ এবং ধূপ জ্বালান। ভগবান জগন্নাথ জি এবং বলভদ্র, দেবী সুভদ্রাকে ফুল, ফল, মিষ্টি ইত্যাদি নিবেদন করুন। ভগবান জগন্নাথদেব খিচড়ি দিতে খুব পছন্দ করেন, তাই অবশ্যই খিচড়ি দেবেন। জগন্নাথদেবের মন্ত্রগুলি জপ করুন। শেষে ভগবান জগন্নাথের আরতি করুন। 


এদিকে, তিথি মেনে একই দিনে পড়েছে নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা। সেক্ষেত্রে রথের চাকা গড়াতে বিকেল হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তাই রথযাত্রার শুরুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সকাল সাড়ে ১০টা নাগাদ চলে আসে জগন্নাথদেবের আজ্ঞামালা। এরপর পহন্ডি ও ছেড়াপহড়া অনুষ্ঠানও দ্রুত শুরু হবে বলে মনে করা হচ্ছে। 


আরও পড়ুন, লক্ষ্মী-নারায়ণ যোগে ৫ রাশিতে অর্থপ্রাপ্তি, রাজকীয় সৌভাগ্যের ছোঁয়া


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে