মনোজ বন্দ্যোপাধ্য়ায়, পশ্চিম বর্ধমান: সৌজন্যের রাজনীতি তৃণমূলের (TMC)। পথ দুর্ঘটনায় গুরুতর জখম ২ ডিওয়াইএফআই কর্মীকে (Injured DYFI Worker) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন। জমা করলেন প্রাথমিক টাকাও। হাসপাতালে দাঁড়িয়ে থেকে চিকিৎসার তদারকি করে পরিবারের পাশে থাকার আশ্বাসও দিলেন জেলা তৃণমূলের সভাপতি। খুশি বাম নেতৃত্ব।
ঠিক কী হয়েছিল ?
রবিবার রানিগঞ্জে ব্যক্তিগত কাজ সেরে গৌতম রুইদাস ও সঞ্জয় রুইদাস বাইক নিয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে মুচিপাড়ার বাড়িতে ফিরছিলেন। তখনই প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় একটি ১২ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকে ধাক্কা মারে। গৌতম রুইদাসের পায়ের ওপর দিয়ে চলে যায় ট্রাক। যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। সঞ্জয় রুইদাস ও অল্পবিস্তর আহত হয়। এই দুজনকে জাতীয় সড়কের ওপর পড়ে থাকতে দেখে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে খবর দেন, তাঁর মেয়ে। আসানসোলের নিঘা এলাকায় দলের রক্তদান কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন জেলা তৃণমূল সভাপতি। মেয়ের কাছে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন।
সৌজন্যের রাজনীতি তৃণমূলের
পুলিশের অ্যাম্বুলেন্সে করে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে দুজনকে নিয়ে যান। গৌতম রুইদাসকে এবং সঞ্জয় রুইদাসের চিকিৎসার প্রাথমিক খরচের জন্য পঞ্চাশ হাজার টাকা জমাও করেন তিনি। দীর্ঘক্ষণ তাঁদের চিকিৎসার তদারকীয় করেন। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন,'মেয়ের কাছে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। পুলিশ খুব তৎপরতার সাথে তাঁদের সাহায্য করেছেন। গৌতম রুইদাসের অবস্থা আশঙ্কাজনক। তাঁর দুটি পা নষ্ট হয়ে গিয়েছে। সঞ্জয় রুইদাস স্থিতিশীল রয়েছে বলেও তিনি জানান। কোনও দল দেখে আমরা রাজনীতি করি না মানুষের বিপদে আমরা সব সময়ই থাকি।তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে', বলেও জানান।
আরও পড়ুন, চেন্নাইয়ে চড়ল পেট্রোল ও ডিজেলের দর, কলকাতায় লিটার প্রতি কত ?
'মানুষ হিসাবে উনি তার কর্তব্য পালন করেছেন'
সিপিআইএমের জেলা আইনজীবী শাখার সদস্য আয়ুব আনসারী বলেন,'মানুষ হিসাবে উনি তার কর্তব্য পালন করেছেন। উনি দাঁড়িয়ে থেকে চিকিৎসার তদারকি করেছেন। চিকিৎসার প্রাথমিক টাকাও উনি জমা করেছেন হাসপাতালে। চিকিৎসার জন্য সর্বত সাহায্য করবেন বলে জানিয়েছেন। পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। আমরা অভিভূত।'