কৌশিক গাঁতাইত,পশ্চিম বর্ধমান: গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে রাজ্য়ের জেলায় জেলায় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিক্ষোভে তৃণমূল কংগ্রেস।  ইডি-'সিবিআইকে (ED-CBI) রাজনৈতিক স্বার্থে বিজেপি (BJP) ব্যবহার করছে।'এই অভিযোগ তুলে আসানসোলে (Asansol) বিক্ষোভ করলো তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC)। শনিবার আসানসোলের হটন রোডে মোড়ে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ জানিয়েছেন। এই বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ জিটি রোড অবরুদ্ধ হয়ে পড়েছিল।এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া। 


প্রসঙ্গত, রাজ্যের এসএসসি দুর্নীতি মামলা থেকে শুরু করে সারদা, নারদা, আইকোর, কয়লা পাচার, গরুপাচার, ভোট পরবর্তী হিংসার মামলায় আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোনও কোনও মামলায় ইডি-সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই তদন্ত চালাচ্ছে। এদিকে এই মামলাগুলিতেই নাম জড়িয়ে রাজ্যের শাসকদলের শীর্ষ নেতাদের। সেই তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম, পরেশ অধিকারীর নাম রয়েছে। এদিকে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল এবং পার্থ চট্টোপাধ্যায়। তবে এখানে একটি টুইস্ট রয়েছে। পার্থ ইস্যুতে তৃণমূল হাত তুলে দিয়েছে। তৃণমূল মূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দোষী প্রমাণিত হলে শাস্তি হোক। ইতিমধ্যেই দল-সহ মন্ত্রিত্ব থেকে পার্থ-কে সরানো হয়েছে। তবে অনুব্রত গ্রেফতারের পরে প্রেক্ষাপটটা আলাদা। এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিক্ষোভে রাজপথে নেমেছে তৃণমূলের একাংশ।


আরও পড়ুন,'অনুব্রতই তৃণমূল, তৃণমূলই অনুব্রত', 'সুপার' ইস্যুতে বিস্ফোরক শমীক


অপরদিকে, কার নির্দেশে অনুব্রত মণ্ডলের বাড়িতে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীকে  (Chandranath Adhikari) পাঠিয়েছিলেন সুপার, ,সেই প্রশ্নের উত্তরে বিস্ফোরক দাবি করছেন বোলপুর হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু। সিউরির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরি নির্দেশেই তিনি অনুব্রত মণ্ডলের বাড়িতে পাঠান চিকিৎসক। যদিও এই  অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই তৃণমূল বিধায়ক। তিনি দাবি করেন, অনুব্রত মণ্ডলের বাড়ি থেকেই ফোন এসেছিল। এরপরেই গরুপাচার মামলায় অনুব্রত গ্রেফতারের (Anubrata Mandal) পর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-র নজরে বোলপুর মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু। এই মুহূর্তে দ্রুত জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে। মূলত এর আগে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড করে সিবিআই। সরকারি চিকিৎসক দাবি করেছেন, সুপারের নির্দেশেই তিনি অনুব্রতর বাড়িতে গিয়ে সাদা কাগজে প্রেসক্রিপশন লিখে দেন। যা নিয়ে কম জল ঘোলা হয়নি। গতকাল বোলপুরের সরকারি চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড করে সিবিআই। চিকিৎসকের বাড়িতে গিয়ে বয়ান রেকর্ড করেন আধিকারিকরা। কেন্দ্রীয় গোয়েন্দাদের ৩ প্রতিনিধির একটি দল যায় চিকিৎসকের বাড়িতে । যদিও তিনি বলেছেন, 'আগে যা বলেছিলাম, সিবিআই-কেও তাই বলেছি।'