মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক দামোদর নদের ওপর তৈরি দুর্গাপুর ব্যারেজের গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। 


ক্ষোভে ফুঁসছে দুই জেলার সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা থাকলেও হুঁশ নেই প্রশাসনের। এদিকে, দুর্যোগ কমলেই রাস্তা মেরামতির কাজ শুরু করার আশ্বাস দিয়েছে সেচ দফতর। যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। 


লকগেট বিপত্তিতে খবরের শিরোনামে চলে এসেছিল দুর্গাপুর ব্যারেজ। এবার আবার খবরের শিরোনামে সেই দুর্গাপুর ব্যারেজ। 


উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গ এমনকি দক্ষিণভারতের যোগাযোগের গুরুত্বপূর্ণ শুধু নয় ব্যস্ততম রাস্তা দামোদর নদের ওপর তৈরি এই দুর্গাপুর ব্যারেজ। 


আর সেই দুর্গাপুর ব্যারেজের রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। দামোদর নদের ওপর তৈরি বাঁধের রাস্তা বেহাল হয়ে পড়ায় বিপদ বাড়ছে প্রতিনিয়ত। জীবন হাতে নিয়ে এই রাস্তার ওপর দিয়ে যাতাযাত করতে হয় সাধারণ মানুষকে। 


এমনকি দামোদরের ওপর তৈরি এই বাঁধের ওপর গুরুত্বপূর্ণ রাস্তায় চলাচল করছে যানবাহন, ভাঙাচোরা এই রাস্তা প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে।


খানাখন্দে ভরা ব্যস্ততম এই রাস্তায় বেশ কয়েকবার দুর্ঘটনাও ঘটেছে, মৃত্যুও হয়েছে কিন্তু তাতেও হুঁশ ফেরেনি কারোর। বৃষ্টি হলে তো কথাই নেই। রাস্তা হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। 


দামোদর নদের ওপর তৈরি দুর্গাপুর ব্যারেজের খানাখন্দে ভরা এই রাস্তায় দুর্ঘটনা ঘটলে নীচেই বয়ে চলেছে দামোদর নদের জলের ধারা। ঘটে যেতে পারে আরও ভয়ঙ্কর দুর্ঘটনা।


কিন্তু এতেও তাপ-উত্তাপ নেই কারোর। তাই নিরুপায় সাধারণ মানুষ জীবন হাতে নিয়ে চলাচল করছে দুর্গাপুর ব্যারেজের গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে। 


শাসক দলের সমালোচনা করে পশ্চিম বর্ধমানের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই জানান, সবাই কথার কথা আর মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। 


এই ইস্যুতে রাজ্য প্রশাসনকে বিঁধলেন পশ্চিম বর্ধমান জেলা সিপিআইএমের সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার। তাঁর অভিযোগ, দূর্গাপুর ব্যারেজের গুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কারের প্রশ্নে অহেতুক টালবাহানা শুরু করেছে রাজ্য সরকার। অবিলম্বে এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে পশ্চিম বর্ধমানের জেলা সিপিআইএম নেতৃত্ব। 


দুর্যোগ কমলেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্গাপুর সেচ দফতরের আধিকারিক গৌতম বন্দ্যোপাধ্যায়। কিন্তু দুর্গাপুর ব্যারেজের গুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলির চাপানউতর আর সেচ দফতরের আধিকারিকদের প্রতিশ্রুতির আশ্বাসে সাধারণ মানুষ এখন তিতিবিরক্ত।


তাঁদের অভিযোগ, আজ নয়, দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে দামোদর নদের ওপর তৈরি দুর্গাপুর ব্যারেজের গুরুত্বপূর্ণ এই রাস্তা। খানাখন্দে ভরা এই রাস্তার ওপর দিয়ে প্রতিনিয়ত তাঁদেরকে জীবন হাতে নিয়ে যেতে হয়।


জানে সবাই বোঝেও সবাই। কিন্তু কারোর কোনও ভ্রুক্ষেপ নেই রাস্তা মেরামতির প্রশ্নে। আর এতে করে যেকোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা বলে তাঁদের আশঙ্কা। 


আদৌ কি ভগ্নদশা এই রাস্তার বেহাল অবস্থার ছবি বদলাবে? বাস্তবের কঠিন মাটিতে দাঁড়িয়ে আজ এই প্রশ্নটাই লাখ টাকার জটিল অঙ্কে আটকে।