নয়াদিল্লি : শিয়রে তৃতীয় ঢেউয়ের শঙ্কা (Coronavirus Third Wave)। তারই মাঝে শুরু হয়েছে উৎসব। শুধু বাংলা নয়, বিভিন্ন রাজ্যেই মহা ধুমধামে পালিত হয় শারদোৎসব, দীপাবলি। আর উৎসব মানেই জমায়েত, উল্লাস। দ্বিতীয় ঢেউয়ের মৃত্যুমিছিল কিছুটা কমেছে, আর তারপর থেকেই ফের বেপরোয়া কিছু মানুষ। মাস্ক, দূরত্ববিধি শিকেয় তুলে উৎসবে মেতেছেন অনেকে। 

এই পরিস্থিতিতে ফের একবার সতর্ক করল আইসিএমআর ( Indian Council of Medical Research (ICMR)) । এই সময় যেসব রাজ্যে পর্যটকদের ভিড় বাড়ে,সেই রাজ্যগুলিকে সতর্ক করল তারা। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো রাজ্যকে নির্দেশিকায় বলা হয়েছে,,  পর্যটকদের ক্ষেত্রে ভ্যাকসিনেশনের দুি ডোজের সার্টিফিকেট বা RT-PCR test এর রিপোর্ট বাধ্যতামূলক করার জন্য । 


আরও পড়ুন :


উৎসবের মরসুমে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, ১ দিনে মৃত ১৫


হিমাচলপ্রদেশের তথ্য বলছে, ছুটির মরশুমে যা ভিড় বাড়ে, তাতে সংক্রমণ ৪০ শতাংশ বেড়ে যেতে পারে। Journal of Travel Medicine -এ প্রকাশিত একটি রিসার্চ পাবলিকেশনে দাবি, এই ছুটির মরশুমে করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমণ ৪৭ শতাংশ বৃদ্ধি পেতে পারে, আর কোভিড বিধি শিথিল করে যদি পর্যটন চলতে থাকে তাহলে সেই জায়গায় আরও ২ সপ্তাহ আগেই আছড়ে পড়তে পারে ঢেউ। ”


গবেষকদের ধারণা, উৎসব ও পর্যটনের ফলে জনঘনত্ব কয়েকটি জায়গায় বৃদ্ধি পায় লক্ষণীয় হারে। আর তার জেরেই বাড়তে পারে সংক্রমণ।  


আরও পড়ুন :


উৎসব শুরু হতেই দেশে করোনায় প্রায় ২০ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ !


উত্সবের মরশুমে দেশে করোনায় প্রায় ২০ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। দৈনিক মৃত্যু বাড়ল প্রায় ১৫ শতাংশ।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪৩১ জন।  
একদিনে মৃত্যু হয়েছে ৩১৮ জনের। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৯ হাজার ৮৫৬ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৯৪ হাজার ৩১২। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৪৪ হাজার ১৯৮। যা গত সাড়ে ৬ মাসে সর্বনিম্ন।

মহালয়ার দিন তর্পণের জন্য কলকাতা বিভিন্ন গঙ্গার ঘাটে ভিড় করেন অসংখ্য মানুষ। কোভিডের দূরত্ব বিধি কার্যত শিকেয় ওঠে। বেশিরভাগেরই মুখে ছিল না মাস্ক। এই ভিড়ের কারণে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞই ।