কৌশিক গাঁতাইত, বরাকর: গোবলয়ের ধাঁচে এবার বাংলাতেও (West Bengal) জন্মদিনের পার্টিতে (Birthday) গুলি। বরাকরে শূন্যে পরপর গুলি (Shots) চালিয়ে গ্রেফতার ২।


উত্তরপ্রদেশ (Uttar Pradesh), বিহারের (Bihar) সংস্কৃতি এবার এই রাজ্যেও। জন্মদিনের পার্টিতে চলল গুলি। যদিও পুলিশের তৎপরতায় ঘটনায় গ্রেফতার করা হয়  দুজন। ঘটনাটি ঘটেছে কুলটি থানার (Kulti Police Station) বরাকর গোয়ালাপট্টিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা মনোজ যাদবের বাড়িতে ছেলের জন্মদিনের পার্টি ছিল। এই অনুষ্ঠানে নিজের লাইসেন্স রিভলভার নিয়ে যোগ দিয়েছিলেন ধর্মেন্দ্র যাদব নামে এক যুবক। অনুষ্ঠান চলাকালীন আচমকাই ধর্মেন্দ্র নিজের রিভলভার বের করে শূন্যে চার রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।


মূহুর্তের মধ্যে এর ভিডিও ভাইরাল (Viral Video) হয়ে যায়। কুলটি থানা ও বরাকর ফাঁড়ির পুলিশের কাছে এই ভিডিও আসে। মঙ্গলবার রাতে প্রথমে ধর্মেন্দ্র ও মনোজকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার করে বুধবার আসানসোল আদালতে (Asansol Court) তোলা হয়। বিচারক তাদের সাতদিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের দাবি লাইসেন্স থাকলেও কেউ এভাবে প্রকাশ্যে গুলি চালাতে পারে না। গুলি চালানোর প্রকৃত কারণ দেখাতে হবে তাকে। কিন্তু এক্ষেত্রে সেটা দেখাতে পারেনি কে । তাই তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।


এদিকে শহরে ফের অস্ত্র উদ্ধার। গ্রেফতার দুই দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মোমিনপুর এলাকায় অভিযান চালায় একবালপুর থানার পুলিশ। ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়া এক তরুণকে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। তল্লাশিতে তার ব্যাগ থেকে মেলে একটি দেশি পিস্তল ও দুটি তাজা কার্তুজ। ধৃত সাদ্দাম হোসেন একবালপুরেরই বাসিন্দা। তাকে জেরা করে তারাতলার বেসব্রিজ এলাকা থেকে বাবলু আড়ি নামে আরেক দুষ্কৃতীকে গ্রেফতার করে একবালপুর থানার পুলিশ। বিক্রির উদ্দেশ্যেই অস্ত্র আনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।


আরও পড়ুন: Malda News: তৃণমূলে যোগ প্রধান সহ চার সদস্যের, বামনগোলায় বিজেপির হাতছাড়া আরও এক পঞ্চায়েত