মুম্বই: বড়পর্দায় আসতে চলেছে শাহিদ কপূর অভিনীত নতুন ছবি 'বুল'। ২০২৩ সালের ৭ এপ্রিল মুক্তি পেলে চলেছে এই ছবি। আদিত্য নিম্বালকর পরিচালিত এই ছবি একটি পিরিয়ড ফিল্ম। ১৯৮০ সালের কিছু সত্যি ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এই গল্পের চিত্রনাট্য।
এই ছবি প্রসঙ্গে ভূষণ কুমার বলেছেন, 'বুল বেশ বড় বাজেটের একটি অ্যাকশান ছবি, যেখানে সুরেরও ভূমিকা রয়েছে। এই ছবিতে অ্যাকশানের সঙ্গে সঙ্গে থাকবে রোম্যাটিসিজমও। তিনি আরও বলেন, ''এই ছবিতে থাকছে ভরপুর অ্যাকশন দৃশ্য। দর্শকদের যা নিশ্চয়ই ভাল লাগবে। আশা করছি, আমি, অমর বুটালা, গরিমা মেহতা এবং শাহিদ কপূর মিলে খুব ভাল একটা ছবি দর্শকদের জন্য উপহার দেব।' মোটের ওপর, 'কবীর সিংহ'-এর পর ফের একবার শাহিদ কপূরের সঙ্গে কাজ করবেন ভেবেই বেশ উত্তেজিত ভূষণ কুমার।
কবীর সিংহ' - এর দুর্দান্ত সাফল্যর পর ফের একবার গাঁটছাড়া বাঁধছেন প্রযোজক ভূষণ কুমার এবং শাহিদ কপূর (Shahid Kapoor)। আদিত্য নিম্বলকর এই ছবি দিয়েই বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন। আদিত্য এর আগে পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করেছেন। 'বুল' ছবিটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। আর এই ছবিতে একজন প্যারাট্রুপারের ভূমিকায় অভিনয় করবেন শাহিদ কপূর।
'বুল' ছবিতে কাজ করার বিষয়ে কথা বলতে গিয়ে শাহিদ কপূর বলেছেন, 'আমি পর্দায় একজন প্যারাট্রুপারের ভূমিকায় অভিনয় করব! বিষয়টা ভাবতেই উত্তেজনা অনুভব করছি। আরও ভাল লাগছে যে, এই ছবির গল্প কোনও কাল্পনিক ঘটনা নয়। বরং, একেবারে বাস্তব ঘটনা অবলম্বনে। এই ছবি ব্রিগেডিয়ার বালসারার জীবন নিয়ে তৈরি হচ্ছে। এই বিষয়টা আমাদের সকলের কাছে খুব গর্বের। একজন এমন প্যারাট্রুপারের জীবনের ঘটনা নিয়ে অভিনয় করতে পারব, যাঁর বীরত্ব, ভারতীয়দের গর্বিত করে আজও। সত্যিই নিজে গর্ববোধ করছি এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে। এই ছবিতে দর্শকদের মনোরঞ্জনের জন্য সবরকম মশলাই মজুত থাকবে। আর অ্যাকশন দৃশ্য তো প্রচুর। আশা করি এটা দর্শকদের বেশ ভাল লাগবে। একই সঙ্গে একজন প্যারাট্রুপারের জীবনের ওঠাপড়া মন ছুঁয়ে যাবে সবার।'
প্রসঙ্গত, 'বুল' ছবির চিত্রনাট্য লিখছেন অসিম অরোরা এবং পারভেজ শেখ। এখন দেখার 'বুল' বক্স অফিসে 'কবীর সিংহ'-এর রেকর্ড ভাঙতে পারে কিনা। প্রসঙ্গত, শাহিদ কপূরের 'জার্সি' ছবিও মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই। এ কথাও জানিয়েছেন স্বয়ং অভিনেতাই। এই ছবিতে তিনি ছাড়াও রয়েছেন ম্রুনাল ঠাকুর এবং পঙ্কজ কপূর । 'জার্সি' ছবির সাফল্য নিয়েও আশাবাদী শাহিদ কপূর।