মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পাণ্ডবেশ্বরের (Pandabeswar) কয়লা খনি এলাকা থেকে উদ্ধার AK 47-এর মতো ৫টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড কার্তুজ। গ্রেফতার মৃত কয়লা মাফিয়ার দেহরক্ষী। গোপন সূত্রে খবর পেয়ে ধৃতের বাড়িতে অভিযান চালায় পুলিশ (Police)।


দেখতে অনেকটা ঠিক, AK 47-এর মতো। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রর পাশাপাশি, উদ্ধার ৮ রাউন্ড কার্তুজ। পাণ্ডবেশ্বরের কয়লা খনি এলাকায় অভিযান চালিয়ে ৫টি অত্যাধুনিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। 


আগ্নেয়াস্ত্র বিক্রির আগেই পুলিশের জালে, মৃত কয়লা মাফিয়ার দেহরক্ষী। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে রামনগরে সুনীল পাসোয়ান ওরফে শোলে পাসোয়ানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেই বাড়ি থেকেই উদ্ধার হয় AK 47, কার্বাইনের মতো আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।



গ্রেফতারের পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য! পুলিশ সূত্রে দাবি, ধৃত সুনীল একসময় কয়লা ও বালি মাফিয়া নুর আলমের দেহরক্ষী ছিল। ২০১৯সালে ওই মাফিয়ার মৃত্যুর পর গা ঢাকা দেয় সুনীল। পুলিশ সূত্রে খবর, এর আগে আগ্নেয়াস্ত্র-সহ একবার গ্রেফতারও হয় সুনীল। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত? ধৃত সুনীলকে হেফাজতে নিয়ে জানতে চায় পুলিশ। 


মালদায় বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছিল


এর আগে মালদায় বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল। গত জুলাই মাসেই মানিকচক থানার গোপালপুর এলাকায় চারটি আগ্নেয়াস্ত্র-সহ এক জনকে গ্রেফতার করা হয়। গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে মানিকচক থানার পুলিশ গোপালপুরের বালুটোলা এলাকায় অভিযান চালায়। তৈমুর শেখ ও মনসুর আলির বাড়িতে অভিযান চালানো হয়। তৈমুরের বাড়ি থেকে দুটি মাস্কেট, একটি ওয়ান শটার পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ মেলে। তৈমুর শেখকে গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ। মনসুর আলি ফেরার বলে জানা যায়। কী কারণে আগ্নেয়াস্ত্রগুলি মজুদ করা হয়েছিল, খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ। রাজ্যে একের পর এক তল্লাশিতে পর পর বোমা-আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। প্রসঙ্গত, এই ঘটনার ঠিক আগের দিনই বাসন্তীর খেরিয়াতে বালতি ভর্তি বোমা উদ্ধার হয়। চটের ব্যাগের নিচে বালতিটি ছিল বলে খবর। বালতির মধ্যে বেশ কয়েকটি বোমা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাসন্তী থানায় খবর দেওয়া হয়েছিল। বোমাগুলি নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে আসেন সিআইডি-র অফিসারেরা। ঘটনার তদন্তে নামে এরপর পুলিশ।