দুবাই: জয় দিয়ে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করল আফগানিস্তান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে একপেশে লড়াইয়ে হারিয়ে দিল মহম্মদ নবির দল। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে মাত্র ১০৫ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় আফগানিস্তান। ৫৯ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেন হাজরতউল্লাহ জাজাই ও রহমনউল্লাহ গুরবাজরা। 


দুরন্ত বোলিং নবি, ফারুখির


টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগানিস্তান অধিনায়ক মহম্মদ নবি। সিদ্ধান্ত যে কোনও ভুল ছিল না তা প্রমাণ করলেন তাঁর বোলাররা। ফাজালাখ ফারুখি ও মুজিব উর রহমন শুরুটা করেছিলেন। পরে তাতে যোগ দেন ক্যাপ্টেন নবি নিজেও। শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপে একমাত্র ভানুকা রাজাপক্ষে ছাড়াও কেউই এদিন ক্রিজে দাঁড়াতে পারেননি। ওপেনিং থেকে লোয়ার অর্ডার পুরো তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের। লঙ্কা ব্যাটিং লাইন আপে প্রথম তিনজন ব্যাটার কেউই তিন অঙ্কের ঘরে পৌঁছোতে পারেননি। রাজাপক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন। লোয়ার অর্ডারে চামিকা করুণারত্নে ৩১ রান করে কিছুটা সঙ্গে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ধারাবাহিক উইকেট হারানোয় শ্রীলঙ্কা বোর্ডে ১০৫ রানের বেশি তুলতে পারেনি। ফারুখি ৩.৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ২ উইকেট নেন মুজিব উর রহমান ও মহম্মদ নবি।


রান তাড়া করতে নেমে দুরন্ত শুরু আফগানদের


অল্প রানের লক্ষ্যমাত্রা। কিন্তু ঝোড়ো মেজাজেই ব্যাটিং শুরু করেছিলেন ২ আফগান ওপেনার হাজরাতউল্লাহ ও রহমনউল্লাহ। লঙ্কা বোলারদের প্রথম থেকেই পিটিয়ে রান তোলা শুরু করেন তাঁরা। ৩টি বাউন্ডারি ও ৪টি ঝোড়ো ছক্কার সাহায্যে ১৮ বলে দুর্ধর্ষ ৪০ রানের ইনিংস খেলেন গুরবাজ। তিনি ফিরে গেলে ইব্রাহিমকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ড সচল রাখার কাজটি করছিলেন হাজরাতউল্লাহ। শেষ পর্যন্ত ইব্রাহিম ১৫ রান করে ফিরলেও হাজরাতউল্লাহ ৩৮ রান করে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। 


রবিবার ভারত-পাক


রবিবার পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে নিজেদের অভিযান শুরু করছে ভারতীয় দল। এখনও পর্যন্ত মোট ১৪ ম্যাচে আমনে সামনে হয়েছে ২ দল। তার মধ্যে ৮বার জিতেছে ভারত। ৫ বার জয় পেয়েছে পাকিস্তান। ১টি ম্যাচের কোনও ফল নির্ধারিত হয় নি।