কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: কেমিক্যাল অ্যাশ নিয়ে যাওয়ার মিথ্যা দাবিতে গাড়িপিছু ৫ হাজার টাকা তোলা চাইছেন তৃণমূল নেতা, এমনই অভিযোগ উঠল জামুড়িয়ায় ECL-এর কাজোড়া কয়লা খনি এলাকায়।
জামুড়িয়া থানায় তৃণমূল নেতা ও জামুড়িয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিংয়ের বিরুদ্ধে জোড়া অভিযোগ দায়ের করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ও বরাতপ্রাপ্ত বেসরকারি সংস্থা।
অভিযোগ, পাথরগুঁড়োকে কেমিক্যাল অ্য়াশ বলে দাবি করে প্রথমে গাড়ি চালকদের মারধর করেন তৃণমূল নেতা। এরপর বরাতপ্রাপ্ত সংস্থার কাছে গাড়িপিছু ৫ হাজার টাকা করে দাবি করেন বলে অভিযোগ। ভয়ে বাংলা থেকে ব্যবসা গোটাতে চাইছে বেসরকারি সংস্থা। যদিও অভিযুক্তের দাবি, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।
তবে শুধু কয়লা খনি নয়, বালি পাচারও বারবার এসেছে খবরের শিরোনামে। প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নানুরের থুপসড়া পঞ্চায়েত এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে অজয় নদ। বীরভূম-বর্ধমান সীমানায় লোচন দাস সেতুর কাছে পালিতপুর মোড়। অভিযোগ, ওই মোড়ের কাছে ‘অবৈধ’ ঘাট তৈরি করে ট্রাক, ট্রাক্টর এবং ডাম্পারের সাহায্যে বালি পাচার করা হচ্ছে। তৃণমূলের জেলা নেতার অনুগামীরা এই বালি পাচারে যুক্ত, যা নিয়ে রাজ্য রাজনীতিতেও শোরগোল পড়ে গিয়েছিল।
কয়লা বালির পাশাপাশি যানবাহনেও এমনভাবে কাটমানি খাওয়ার অভিযোগ তুলেছিলেন খোদ বাস মালিকরাই। বাস মালিকদের অভিযোগ ছিল, হুগলির আরামবাগ মহকুমা জুড়ে বিভিন্ন স্ট্যান্ডে বাস থেকে টাকা তোলা হচ্ছে। তাঁদের অভিযোগ, বাস পিছু ৭০ টাকা করে নেওয়া হচ্ছে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র তরফে। প্রতিদিন সব বাস মিলিয়ে যে পরিমাণ টাকা তোলা হচ্ছে, তার অঙ্কটা চোখ কপালে তোলার মতো। প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। অর্থাৎ সারা মাসে এই অঙ্কটা আকাশ ছুঁয়ে যায়। ।
গোটা ঘটনায় বাসমালিকদের অভিযোগের তির তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-এর দিকে। বাস মালিকদের অভিযোগ, আইএনটিটিইউসির জেলা সভাপতিকে লিখিতভাবে জানালেও কোনও সুরাহা হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে